আফগানিস্তানে অস্ট্রেলীয় ত্রাণকর্মী অপহরণ

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদ থেকে একজন অস্ট্রেলীয় ত্রাণকর্মীকে অপহরণ করা হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 April 2016, 08:01 AM
Updated : 29 April 2016, 08:01 AM

বিবিসি বলছে, ৬০ বছর বয়সী ওই নারী ত্রাণকর্মীর নাম ক্যাথরিন জেন উইলসন। তিনি কেরি নামেও পরিচিত।

উইলসন একটি বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনা করতেন। জারদোজি নামের ওই প্রতিষ্ঠানটি দরিদ্র নারীদের নিজস্ব উদ্যোগে ব্যবসা চালু করার ব্যাপারে সহায়তা করে থাকে।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, সেনা বাহিনীর মতো পোশাক পরিহিত অস্ত্রধারী একদল ব্যক্তি জারদোজির জালালাবাদ কার্যালয় থেকে তাকে ধরে নিয়ে যায়।

কারা এই অপহরণের সঙ্গে যুক্ত কিংবা তার জন্যে মুক্তিপণ দাবি করা হবে কিনা এ ব্যাপারে এখনো কিছু জানা সম্ভব হয়নি।

উইলসনের বাবা ব্রায়ান উইলসন অস্ট্রেলীয় গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি তার মেয়ের জন্য ভীষণভাবে উদ্বিগ্ন এবং দুঃখিত। তার মেয়ে ওই অঞ্চলে (আফগানিস্তান) ২০ বছর ধরে কাজ করছিলেন।

তিনি বলেন, “আমি অনুমান করি তাকে জিম্মি করা হয়েছে এবং তারা তার কোনো ক্ষতি না করে বাঁচিয়ে রাখার সর্বোচ্চ চেষ্টা করবে। কারণ এটি খুব সহজ বিষয় যে, তারা কিছু চায় কিংবা কারো মুক্তি চায়। মৃত কাউকে জিম্মি করলে এই ফল পাওয়া সম্ভব হবে না।”

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ জানিয়েছেন, সরকার আফগান কর্তৃপক্ষের সঙ্গে অপহৃত উইলসনের অবস্থান খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর বাইরে আরকিছু জানাননি বিশপ।

জালালাবাদ পাকিস্তান সীমান্তের কাছাকাছি। অঞ্চলটি থেকে বেশ কয়েকটি জঙ্গি-বিদ্রোহী গোষ্ঠী পরিচালিত হয় বলে মনে করা হয়।