জুনে মার্কিন কংগ্রেসে মোদীর ভাষণ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ৮ জুন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ভাষণ দেবেন।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 April 2016, 06:16 AM
Updated : 29 April 2016, 06:16 AM

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেন্টেটিভস-এর স্পিকার পল রায়ান তার সাপ্তাহিক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান।

তিনি বলেন, “পারস্পরিক মূল্যবোধ ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে কী করে দুই জাতি এগিয়ে যেতে পারি, তার (মোদী) ভাষণের মাধ্যমে সেটি জানার সুযোগ হবে আমাদের। যুক্তরাষ্ট্রের রাজধানীতে তাকে স্বাগত জানানোর অপেক্ষায় আছি।”

ভারত ও যুক্তরাষ্ট্রের বন্ধুত্বকে ‘বিশ্বের একটি গুরুত্বপূর্ণ অঞ্চলে স্থিতিশীলতার স্তম্ভ’ হিসেবে অভিহিত করেন রায়ান।

নিউক্লিয়ার সামিটে অংশ নেওয়ার জন্য জুনের ওই সময় মোদীর যুক্তরাষ্ট্র সফরের কথা রয়েছে। প্রধানমন্ত্রী হওয়ার পর দেশটিতে এটি হবে তার চতুর্থ সফর।

সে সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে তার দ্বি-পক্ষীয় বৈঠকও করার কথা রয়েছে।

ভারতের পঞ্চম প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেয়ার সুযোগ পাচ্ছেন বলে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে।

২০০৫ সালে ভারতের তখনকার প্রধানমন্ত্রী মনমোহন সিং সর্বশেষ যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উভয় কক্ষের যৌথ অধিবেশনে বক্তৃতা দিয়েছিলেন।