ভালবাসা দিবসের নিন্দায় পাকিস্তানের প্রেসিডেন্ট

ভালবাসা দিবস বা ‘ভ্যালেন্টাইনস ডে’ উদযাপনের নিন্দা করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হুসাইন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Feb 2016, 02:15 PM
Updated : 14 Feb 2016, 02:15 PM

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “পাকিস্তানের সংস্কৃতির সঙ্গে ভ্যালেন্টাইনস ডে’র কোনো সম্পর্ক নেই। এটি উদযাপন করা উচিত না। এটি পশ্চিমা ঐতিহ্য এবং মুসলিম সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক।”

দুইদিন আগে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাট জেলা কর্তৃপক্ষ ভালবাসা দিবস উদযাপন নিষিদ্ধ ঘোষণা করে এবং পুলিশকে দোকানে ‘ভ্যালেন্টাইনস ডে’র কার্ড ও উপহার সামগ্রী বিক্রিও বন্ধ করার নির্দেশ দেয়।

পেশোয়ারের স্থানীয় পরিষদও ‘ভ্যালেন্টাইনস ডে’ কে ‘ইউজলেস ডে’ অভিহিত করে এর উদযাপন নিষিদ্ধ করার নির্দেশ জারি করেছে বলে জানিয়েছে বিবিসি।

তবে বর্তমানে পাকিস্তানের অনেক শহরে এখনও ‘ভ্যালেন্টাইনস ডে’ উদযাপন জনপ্রিয় উৎসব।