সুবীর ভৌমিকের ‘আগরতলা ডকট্রিন’র মোড়ক উন্মোচন

ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় সাংবাদিক ও লেখক সুবীর ভৌমিকের বই ‘আগরতলা ডকট্রিন’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে।

জহির জাকারিয়াবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Feb 2016, 06:46 PM
Updated : 13 Feb 2016, 06:46 PM

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ সম্পাদক সুবীর ভৌমিকের এই বই প্রকাশ করেছে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস।

‘বৈরী প্রতিবেশীদের’ সঙ্গে যোগাযোগ রক্ষায় আগরতলার নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বইটিতে যুক্তি তুলে ধরেছেন তিনি।

আগরতলায় বৃহস্পতিবার বইটির মোড়ক উন্মোচন করা হয়। পরবর্তীতে কলকাতা, দিল্লি, শিলং, গুয়াহাটি, মুম্বাই ও ব্যাঙ্গালুরুতে বইটির মোড়ক উন্মোচন করার কথা রয়েছে।

কয়েক মাসের মধ্যে ঢাকায় মোড়ক উন্মোচন করে বইটির আন্তর্জাতিক বাজারে যাত্রা শুরু করার কথাও রয়েছে।

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সীমান্তবর্তী রাজ্যগুলোর পারস্পরিক লাভ-ক্ষতির হিসাব ও যথাযথ সুসম্পর্কই যে ভারতের লাভ, তা অনুধাবনে ত্রিপুরা রাজ্য সরকার যথেষ্ট বাস্তববাদী- এমন বিশ্বাসের কথা বইটিতে তুলে ধরার চেষ্টা করেছেন সুবীর ভৌমিক।