তামিল নাড়ুতে বন্যায় ৭০ জনের মৃত্যু

ভারতের তামিল নাড়ু রাজ্যে বন্যায় দুই সপ্তাহে অন্ততপক্ষে ৭০ জনের মৃত্যু হয়েছে।

>>রয়টার্স
Published : 25 Nov 2015, 08:52 AM
Updated : 25 Nov 2015, 08:52 AM

প্রবল বৃষ্টির কারণে রাজ্যটিতে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে।

রাজ্যটির সরকার বন্যাদুর্গতদের পর্যাপ্ত সহায়তা দিচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

প্রাদেশিক রাজধানী চেন্নাইয়ের অনেক এলাকাই পানির নিচে তলিয়ে গেছে। এই পানি সরাতে পাম্পের সহায়তা নেওয়া হচ্ছে। কিন্তু তাতে অবস্থার উন্নতি হচ্ছে সামান্যই।

অধিবাসীরা ডেঙ্গুর মতো মশাবাহিত রোগের ছড়িয়ে পড়তে পারে বলে শঙ্কায় রয়েছেন।

রাজ্যটির বিরোধীদলীয় নেতা এমকে স্টালিন অভিযোগ করেছেন, ক্ষমতাসীন দল বন্যাদুর্গতদের খুব সামান্য ত্রাণ দিচ্ছে।

তিনি বলেন, “যদিও মন্ত্রীরা বন্যাকবলিত এলাকা পরিদর্শন করছেন তবে তা শুধুমাত্র তাদের ছবি তোলার সুযোগই হয়েই থাকছে।”

ভারতের দক্ষিণপূর্বাঞ্চলীয় উপকূলে প্রতিবছর নভেম্বর-ডিসেম্বরে ঘূর্ণিঝড় আঘাত হানে। কিন্তু চলতি বছর অপ্রত্যাশিতভাবে ভারী বৃষ্টিপাত হচ্ছে বলে আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন।

আসছে দিনগুলোতে তামিল নাড়ুতে আরো ভারী বৃষ্টি হবে বলে সতর্ক করেছেন কর্মকর্তারা।