কাশ্মিরে হেলিকপ্টার বিধ্বস্ত, মৃত ৭

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্ততপক্ষে সাতজনের মৃত্যু হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Nov 2015, 08:29 AM
Updated : 24 Nov 2015, 08:29 AM

সোমবার বিবিসি জানায়, হেলিকপ্টারটি ভারতের অন্যতম পবিত্র মন্দির বলে বিবেচিত বৈষ্ণু দেবী মন্দিরে পুণ্যার্থীদের নিয়ে যাচ্ছিল। 

পুলিশ জানায়, উড্ডয়নের পরপরই হেলিকপ্টারটিতে আগুন ধরে যায়।

পুলিশের মহাপরিদর্শক দানিশ রানা জানান, ছয় পুণ্যার্থী ও এক নারী পাইলটসহ সাতজন মারা গেছেন।

টেলিভিশন ফুটেজে একটি মাঠের মধ্যে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গেছে।

প্রতি বছর হাজার হাজার হিন্দু পুণ্যার্থী জম্মু শহর থেকে ৬০ কিলোমিটার উত্তরপূর্বের কাতরা শহরে বৈষ্ণু দেবীর গুহা মন্দিরে পূজা দিতে যান। দুর্ঘম পার্বত্য এই পথটি এড়াতে অনেকেই সেখানে যেতে হেলিকপ্টার ব্যবহার করেন।