যানজটে কেন আমার স্কুলে দেরি হবে- মোদীকে ই-মেইল

প্রতিদিন যানজটের দুর্ভোগ পোহালেও কেউ যে উদ্যোগ নেয়নি, আট বছরের একটি শিশু তা করে ভারতজুড়ে এখন আলোচিত।   

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Oct 2015, 03:01 PM
Updated : 14 Oct 2015, 06:24 PM

অভিনব নামে বেঙ্গালুরুর এই শিশুটি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ই-মেইল করে তার স্কুলযাত্রার দুর্ভোগের অবসান চেয়েছে।

ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ে শিশুটির ই-মেইল পাঠানোর খবর বুধবার ভারতের গণমাধ্যমে ছিল বেশ আলোচিত।

অভিনব চিঠিতে লিখেছে, কমিউটারে চড়ে স্কুলে যাতায়াতের পথে নির্মাণাধীন একটি ফ্লাইওভারের কারণে তার প্রতিদিনই দেরি হয়।

“এই জ্যাম শুধু যে মানুষের সময় নষ্ট করে তা নয়, আমার লেখাপড়ায়ও ব্যাঘাত ঘটায়।”

বেঙ্গালুরুরর গোরাগুন্তেপালায়া জংশনের কাছেই আউটার রিং রোডে লেভেল ক্রসিংয়ে ফ্লাইওভার নির্মাণের কাজ চলায় প্রতিদিনই যানজটের সৃষ্টি হয় বলে টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে।

এই ফ্লাইওভারের জন্যই যানজট, তার অবসানেই অভিনব ই-মেইল করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (টাইমস অফ ইন্ডিয়ার ছবি)

অভিনব পরিবারের সঙ্গে ডোব্বাবোম্মাসান্ড্রা এলাকার ভিদ্যারানইয়ানপুরাতে থাকে। যশোবন্তপুরের ন্যাশনাল পাবলিক স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়ে সে। যানজটের কারণে তিন কিলোমিটার পথ যেতে তার লাগে ৪৫ মিনিটের মতো সময়।

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, প্রতিরক্ষা বাহিনীর অনুমোদন পাওয়ায় দেরি হওয়ার কারণে নির্ধারিত সময়ের চেয়ে পিছিয়ে পড়েছে ওই ফ্লাইওভার প্রকল্পটি। অভিনবের চিঠি পাওয়ার পর প্রধানমন্ত্রীর কার্যালয় বিষয়টির আশু সমাধানে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে।