পাকিস্তানে ভূমিধসে ১৩ জনের মৃত্যু

পাকিস্তানের করাচিতে ভূমিধসে এক পরিবারের ১৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সাত শিশুও রয়েছে।

>>আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Oct 2015, 07:48 AM
Updated : 13 Oct 2015, 07:48 AM

মঙ্গলবার আনুমানিক স্থানীয় সময় রাত ২টায় এই ঘটনা ঘটে।

করাচির গুলস্থান-ই-জওহর এলাকায় এক শ্রমজীবী পরিবারের আবাস পাথর ও ভূমিধসের নিচে চাপা পড়লে এই মর্মান্তিক ঘটনা ঘটে। 

উদ্ধারকর্মীরা ও আশপাশের মানুষজন ঘটনাস্থলে গিয়ে মাটির নিচ থেকে ১৩টি লাশ উদ্ধার করে। নিহতদের মধ্যে সাত শিশু ও তিনজন নারীও রয়েছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলছিল। আশঙ্কা করা হচ্ছে অন্ততপক্ষে আরো তিনজন মাটির নিচে আটকা পড়ে রয়েছেন।

করাচির কমিশনার শোয়াইব সিদ্দিকি জানিয়েছেন, নিহতদের সবাই একই পরিবারের। মাত্র তিনদিন আগে এই পরিবারটি এখানে তাঁবু মতো খাটিয়ে থাকা শুরু করেছিল।

সব লাশ জিন্নাহ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখান থেকে লাশগুলো পাঞ্জাব প্রদেশে নিহতদের নিজ শহরে পাঠানো হবে বলে জানা গেছে।