দিল্লিতে বিএসএফ সদরদপ্তরে আগুন

ভারতের রাজধানী দিল্লিতে বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ)কার্যালয়ে আগুন লেগেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

>>আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Oct 2015, 11:34 AM
Updated : 6 Oct 2015, 04:25 PM

তবে গুরুত্বপূর্ণ কিছু সরকারি কাগজপত্র ও কম্পিউটার পুড়ে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দুপুর ১২ টা ১৭ মিনিটে বিএসএফ এর কেন্দ্রীয় সরকারি কার্যালয়ের চতুর্থ ব্লকের দ্বিতীয় তলায় আগুন লাগার খবর পাওয়া যায়।

অগ্নিনির্বাপণ কর্মকর্তারা ৪৫ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ভবনের যে তলায় আগুন লেগেছিল সেখানেই জমা করে রাখা হত গুরুত্বপূর্ণ দলিল-দস্তাবেজ।

বিএসএফ এর এক কর্মকর্তা বলেন, ভবনের দ্বিতীয় তলার এয়ার কন্ডিশনারে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুন ধরে যায়। একজন কর্মচারী ধোঁয়া বেরুতে দেখে সঙ্গে সঙ্গে দমকল বাহিনীকে তা জানান।

বিএসএফ এর মহাপরিচালকের কার্যালয়টি এ ভবনে অবস্থিত নয় বলেও জানিয়েছেন ওই বিএসএফ কর্মকর্তা।