নতুন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী নির্বাচনের পথে নেপাল

নেপালে এক সপ্তাহের মধ্যে জাতীয় ঐকমত্যের সরকার গঠনের জন্য সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রাম বরণ যাদব।

>>আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Oct 2015, 05:30 PM
Updated : 2 Oct 2015, 06:01 PM

প্রধানমন্ত্রী সুশীল কৈরালা শুক্রবার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করে অনুরোধ জানানোর পর এ আহ্বান জানান তিনি।

গত ২০ সেপ্টেম্বর গৃহীত সংবিধান অনুযায়ী নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করে নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু করতে প্রেসিডেন্টকে অনুরোধ জানান কৈরালা।

এর আগে সকালে পার্লামেন্টে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে এবং তিনি সে পথ করে দিয়েছেন।

নেপালে নতুন সংবিধান গৃহীত হওয়ার পর শুক্রবার প্রথম পার্লামেন্ট অধিবেশন বসে। এই সংবিধানে পার্লামেন্টের প্রথম অধিবেশন শুরু হওয়ার সাত দিনের মধ্যে নতুন প্রধানমন্ত্রী, ২০ দিনের মধ্যে স্পিকার ও ডেপুটি স্পিকার এবং এক মাসের মধ্যে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচনের কথা বলা হয়েছে।

প্রধানমন্ত্রী কৈরালা এর আগে মন্ত্রিসভার বৈঠকেও প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে তাকে সংবিধান অনুযায়ী নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু করতে অনুরোধ করবেন বলে জানিয়েছিলেন বলে শুক্রবার নেপালের মন্ত্রী লাল বাবু পণ্ডিত আইএএনএসকে বলেন।

প্রধান রাজনৈতিক দলগুলো মতৈক্যে পৌঁছালে নেপালে এক সপ্তাহের মধ্যে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন বলে আশা করা হচ্ছে।

আর রাজনৈতিক দলগুলো মতৈক্যে পৌঁছাতে ব্যর্থ হলে পার্লামেন্টে ভোটে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন।