বিশ্বের সবচেয়ে খাটো মানুষ চন্দ্র বাহাদুরের মৃত্যু

মারা গেছেন বিশ্বের সবচেয়ে খাটো মানুষ নেপালের চন্দ্র বাহাদুর ডাংগি।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Sept 2015, 12:38 PM
Updated : 5 Sept 2015, 12:38 PM

যুক্তরাজ্যের দৈনিক ইন্ডিপেনডেন্টের খবরে বলা হয়, বৃহস্পতিবার ৭৫ বছর বয়সী চন্দ্র বাহাদুর মারা গেছেন। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তিনি একটি হাসপাতালে ভর্তি ছিলেন।

২০১২ সালের ২৬ ফেব্রুয়ারি গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে বিশ্বের সবচেয়ে খাটো মানুষ হিসেবে নাম উঠে ১ ফুট ৯ ইঞ্চি (৫৪ দশমিক ৬ সেন্টিমিটার) উচ্চতার চন্দ্র বাহাদুরের।

এর দুই বছর পর চন্দ্র বাহাদুর লন্ডন সফরে যান। সেখানে বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ তুরস্কের সুলতান কসেনের (আট ফুট ২ ইঞ্চি) সঙ্গে তার দেখা হয়।

গিনিস ওয়ার্ল্ড রেকর্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, তারা চন্দ্র বাহাদুরের মৃত্যুর খবরে ‘গভীরভাবে শোকাহত’।

“এই কঠিন সময়ে জনাব ডাংগির পরিবারের প্রতি আমরা আন্তরিক ও অকৃত্রিম সমবেদনা প্রকাশ করছি। তিনি সব সময় একজন আইকন এবং অসাধারণ রেকর্ডের অধিকারী হিসেবে সকলের স্মরণে থাকবেন।” 

নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ৫০০ কিলোমিটার দূরে ডাং জেলার প্রত্যন্ত গ্রাম রেমখলির বাসিন্দা চন্দ্র বাহাদুর। বিশ্বের সবচেয়ে খাটো মানুষের স্বীকৃতি পাওয়ার আগে তিনি কখনও তার গ্রামের বাইরে যাননি।