পাকিস্তানের ইতিহাসে প্রথম হিন্দিতে এমফিল ডিগ্রি!

পাকিস্তানের ইতিহাসে এই প্রথম হিন্দি ভাষায় এমফিল ডিগ্রি দিল কোনো বিশ্ববিদ্যালয়।

>>আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2015, 03:08 PM
Updated : 1 Sept 2015, 03:34 AM

পাকিস্তানের সামরিক বাহিনী পরিচালিত বিশ্ববিদ্যালয় ‘ন্যাশনাল ইউনিভার্সিটি অব মডার্ন ল্যাঙ্গুয়েজেস’ (এনইউএমএল)থেকে এই এমফিল ডিগ্রি পেয়েছেন শাহিন জাফর।শাহিনের আগে পাকিস্তান থেকে আর কেউ হিন্দিতে এমফিল করেননি।

‘দ্য ডন’ জানিয়েছে, উচ্চ শিক্ষা কমিশনের অনুমতিক্রমে অধ্যাপক ইফতিখার হুসাইন আরিফের তত্ত্বাবধানে ‘স্বতন্ত্রায়োত্রো হিন্দি উপন্যাসো মে নাসরিচিত্রণ(১৯৪৭-২০০০)’ শিরোনামের থিসিস লিখে এ ডিগ্রি পান শাহিন।

এনইউএমএল বিশ্ববিদ্যালয়ের একজন মুখপাত্রের বরাত দিয়ে ডন আরো জানায়, পাকিস্তানে হিন্দি ভাষার বিশেষজ্ঞের অভাব থাকায় শাহিনের গবেষণাপত্রটি ভারতের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের দুইজন বিশেষজ্ঞ মূল্যায়ন করেছেন।