বহির্বিশ্বে ভারতই একমাত্র হুমকি: পাকিস্তান

‘বহির্বিশ্বে ভারতকে পাকিস্তানের জন্য একমাত্র হুমকি’ বলে মনে করে পাকিস্তানের সামরিক বাহিনী।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2015, 03:49 PM
Updated : 28 August 2015, 03:49 PM

সিনেট প্রতিরক্ষা কমিটিতে পাক সামরিক বাহিনী একথা বলেছে।

শুক্রবার ডন অনলাইনের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার কমিটির সদস্যদেরকে ব্রিফিং দেন জয়েন্ট চীফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল রাশেদ মাহমুদ।

মুশাহিদ হুসাইনের নেতৃত্বাধীন এ সিনেট প্রতিরক্ষা কমিটিকে আরো জানানো হয়, “ভারত গত কয়েক বছরে ১০ হাজার কোটি মার্কিন ডলার সমমূল্যের অস্ত্র ক্রয় করেছে। যার ৮০ শতাংশ তারা পাকিস্তানের কথা মাথায় রেখে ক্রয় করেছে।”

ডনের প্রতিবেদনে বলা হয়, “ভারতীয় সেনাবাহিনী আরো ১০ হাজার কোটি মার্কিন ডলারের অস্ত্র ক্রয় করবে।”

জেনারেল মাহমুদ বলেন, “দুই দেশের মধ্যে আলোচনা স্থগিত হয়ে যাওয়ায় এবং দুই দেশের মুখোমুখি অবস্থান থেকে বেরিয়ে আসার কোনো উদ্যোগ না থাকায় বর্তমান পরিস্থিতি খুবই উত্তেজনাপূর্ণ।”