গিলানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দুর্নীতিবিরোধী আদালত।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2015, 02:26 PM
Updated : 27 August 2015, 02:26 PM

সাবেক মন্ত্রী মাখদুম আমিন ফাহিমের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগে একই পরোয়ানা জারি করা হয়েছে।

এনডিটিভি জানায়, অর্থ কেলেঙ্কারি ও বিভিন্ন দুর্নীতি নিয়ে ১২টি মামলায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফআইএ) দুই নেতা গিলানি ও ফাহিমসহ বাণিজ্য উন্নয়ন কর্তৃপক্ষের (টিডিএপি) কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে বৃহস্পতিবার আদালতে অভিযোগপত্র দাখিল করেছে।

এর আগে গিলানি ও ফাহিমকে আদালতে হাজির হওয়ার আদেশ দেয়া হলেও তারা তা অমান্য করেন। একারণেই বৃহস্পতিবারের শুনানিতে তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। একইসঙ্গে আগামী ১০ সেপ্টেম্বরে অনুষ্ঠেয় শুনানিতে তাদেরকেগ্রেপ্তার করে আদালতে হাজির করতে পুলিশকেও নির্দেশ দেয়া হয়েছে।