ঝাড়খন্ডে ডাইনি অপবাদে ৫ নারীকে পিটিয়ে হত্যা

ভারতের ঝাড়খন্ডে ডাইনি অপবাদে পাঁচ নারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

আইএএনএসবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 August 2015, 03:26 PM
Updated : 8 August 2015, 03:26 PM

ঝাড়খন্ড পুলিশ জানায়, শুক্রবার রাতে রাঁচির মান্দার এলাকায় এ ঘটনা ঘটে।

হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য কলেজ শিক্ষার্থীসহ অন্তত ২০ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশের একজন কর্মকর্তা আইএএনএস কে বলেন, “গ্রামবাসী বিশেষ করে তরুণরা লাঠি ও রড দিয়ে পিটিয়ে পাঁচ নারীকে হত্যা করেছে। গ্রামবাসীর অভিযোগ ওই নারীরা কালো জাদুর চর্চা করতো। শুক্রবার রাতে ওই নারীদের তাদের বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল।”

পুলিশের বরাত দিয়ে আইএএনএস জানায়, জিজ্ঞাসাবাদের জন্য আটক কয়েকজন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

গ্রামবাসীরা জানায়, গত ছয় মাসে মান্দার এলাকায় চারটি শিশু অসুস্থ হয়ে মারা যায়।

শিশুদের পরিবার ও স্থানীয়দের ধারণা নিহত নারীরা শিশুগুলোর সঙ্গে খারাপ কিছু করেছে।

এরপর গ্রামবাসীরা বৈঠক করে এবং ওই নারীদের শিক্ষা দেয়ার সিদ্ধান্ত নেয়।

শুক্রবার ৩০ জনের বেশি গ্রামবাসী ওই নারীদের টানতে টানতে তাদের বাড়ি থেকে বের করে এবং পেটাতে থাকে।

নিহত নারীরা ভিন্ন ভিন্ন পরিবারের। তাদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সরকারি পরিসংখ্যান মতে, ঝাড়খন্ডে প্রতি বছর সাড়ে সাতশ’র বেশি নারীকে ডাইনি অপবাদ দিয়ে হত্যা করা হয়।

ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী রঘুবীর দাস একে দুর্ঘটনা বলে উল্লেখ করেন।