মুম্বাইয়ে ভবনধসে নিহতের সংখ্যা বেড়ে ১১

ভারতের পশ্চিমাঞ্চলীয় শহর মুম্বাইয়ে একটি ভবনধসে নিহতের সংখ্যা বেড়ে অন্ততপক্ষে ১১ জনে দাঁড়িয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 August 2015, 04:36 PM
Updated : 4 August 2015, 04:36 PM

পুলিশের বরাতে বিবিসি বলছে, ধসে যাওয়া তিনতলা ভবনের নিচে অনেকেই আটকা পড়ে রয়েছেন।

মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটেছে।

প্রতিবেদনসূত্রে জানা গেছে, শহরের মিউনিসিপ্যালিটি এই ভবনকে পুরাতন ও বসবাসের অনুপযুক্ত ঝুঁকিপূর্ণ ঘোষণা করার পরও বাসিন্দারা এই ভবন ছাড়তে অস্বীকৃতি জানিয়েছিলেন।

দুই বছরে মুম্বাইয়ে আবাসিক ভবন ধসে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন।

মুম্বাইয়ে বাড়ি-জমির মূল্য ও ভাড়া এশিয়ার মধ্যে অন্যতম সর্বোচ্চ। এ কারণে অনেক নাগরিক পুরাতন ও জীর্ণ ভবনে বসবাস করতে বাধ্য হচ্ছেন।

শহরটির ১ কোটি ৮০ লাখ মানুষের প্রায় ৬০ ভাগই বস্তি ও কাচা বাড়িতে বাস করেন।

মুম্বাইয়ের ১৪ হাজারেরও বেশি বাড়ি ৭০ বছরেরও বেশি পুরনো।

নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণে ভারতে অনেক ভবন ধসের ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে।