ভারতে বন্যায় শতাধিক প্রাণহানি

এক সপ্তাহের প্রবল বৃষ্টিপাতে ভারতজুড়ে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে এবং কয়েক লাখ মানুষ ত্রাণশিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়। 

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 August 2015, 09:41 AM
Updated : 3 August 2015, 09:41 AM

সোমবার বিবিসি জানিয়েছে, পশ্চিমবঙ্গে একটি ঘূর্ণিঝড় আঘাত হেনেছে এবং বন্যাজনিত কারণে রাজ্যটির ৪৮ জন বাসিন্দার মৃত্যু হয়েছে।
রাজ্যটির দুই লাখেরও বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন। 

ভারতীয় রাজ্যগুলোর মধ্যে বন্যায় পশ্চিমবঙ্গ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়। রাজ্যটির ১০ হাজার গ্রাম বন্যাকবলিত হয়ে প্রায় ৪০ লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছেন। 

পানিবাহিত রোগ ছড়িয়ে পড়া বন্ধ করতে ১২০টি নৌকায় করে দুইশতাধিক মেডিকেল টিম বন্যাকবলিত এলাকাগুলোতে কাজ করছে। 
 
রাজস্থানে বন্যাজনিত ঘটনায় ২৮ জনের মৃত্যু হয়েছে। এখানে প্রায় ১০ হাজার মানুষকে উঁচু এলাকায় সরিয়ে নিয়েছেন উদ্ধারকর্মীরা।
 
কয়েকদিনের ব্যাপক বৃষ্টিপাতে গুজরাটের ১৪টি জেলার প্রায় ৪০ লাখ মানুষ বন্যাক্রান্ত হয়েছেন।

উড়িষ্যা রাজ্যে চার লাখেরও বেশি মানুষ বন্যার কবলে পড়েছে। রাজ্যটিতে বন্যাজনিত কারণে অন্ততপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে।  

শনিবার মনিপুর রাজ্যে প্রবল বৃষ্টির সময় পাহাড়ধসে পুরো একটি গ্রাম চাপা পড়ে অন্ততপক্ষে ২০ জন মারা যান।