বন্যা: মিয়ানমারে জরুরি অবস্থা ঘোষণা

আকস্মিক বন্যায় অন্তত ২৭ জনের মৃত্যুর পর মিয়ানমারের চারটি রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2015, 01:09 PM
Updated : 1 August 2015, 01:09 PM

মৌসুমি বায়ুর প্রভাবে কয়েক সপ্তাহ ধরে ভারি বৃষ্টিপাতের কারণে মিয়ানমারের বেশির ভাগ এলাকায় বন্যা দেখা দিয়েছে।
তবে সবচেয়ে খারাপ অবস্থা সিন, ম্যাগউই, সাগাইং ও রাখাইন রাজ্যে। এই চারটি রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট থেইন সেইন।
শনিবার সাগাইং রাজ্যের বন্যা পরিস্থিতি ও ত্রাণ কার্যক্রম ঘুরে দেখেন প্রেসিডেন্ট সেইন।
সাগাইং রাজ্যের স্থানীয় পরিবহন মন্ত্রী আউং জাউ ওও রয়টার্সকে বলেন, “এ ধরণের জরুরি পরিস্থিতির মুখে আমাদের আগে কখনও পড়তে হয়নি। উদ্ধার কাজের জন্য আমাদের মাত্র দুইটি ইঞ্জিন চালিত নৌকা রয়েছে। সরকার এ ধরণের আরও কয়েকটি নৌকা আমাদের পাঠানোর পরিকল্পনা করছে।”
বন্যার কারণে হাজার হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। তবে রাখাইন প্রদেশের বেশ কয়েকটি আশ্রয় কেন্দ্র থেকে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের তাড়িয়ে দেয়ার খবর পাওয়া গছে।
মিয়ানমার টাইমস’র খবরে বলা হয়, পশ্চিমের রাখাইন রাজ্যে বিভিন্ন স্কুল ও কমিউনিটি সেন্টারে নিরপত্তাকর্মীরা রোহিঙ্গা মুসলিমদের আশ্রয় নিতে দিচ্ছে না। 
বন্যায় প্রায় ৫ লাখ ২৫ হাজার একর কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৩৪ হাজার একরের বেশি জমির ধান নষ্ট হয়ে গেছে।
টেলিভিশনের ফুটেজে দেখা যায়, বন্যার পানির তোড়ে অনেক এলাকায় সেতু ভেঙ্গে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে।
রাখাইন রাজ্যের মুখ্যমন্ত্রী মাউং মাউং ওহন বলেন, “ম্রাউক ওও শহরের পুরোটা পানির নিচে তলিয়ে গেছে। এমনকি দুর্গতদের জন্য হেলিকপ্টারে করে নিয়ে আসা খাবার বা ত্রাণ সামগ্রী রাখার মতো কোনো জায়গাও নেই।”