অন্তিমশয্যায় কালাম

বিজ্ঞানী ও ভারতের সাবেক রাষ্ট্রপতি আবুল পাকির জয়নাল আবেদিন আব্দুল কালামের মরদেহ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার জন্মভূমি তামিলনাডু রাজ্যের রামেশ্বরমে সমাহিত করা হয়েছে।

>>আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2015, 10:11 AM
Updated : 30 July 2015, 11:05 AM

বৃহস্পতিবার ভারতের ‘জনতার রাষ্ট্রপতি’ হিসেবে খ্যাত কালামের শেষকৃত্যানুষ্ঠানে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ দেশটির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
 
রামেশ্বরমের পেই কারুম্বুর কবরস্থানে কালামকে সমাহিত করা হয়। ফুলে শোভিত কামানের শকটে করে ভারতের তেরঙা পতাকায় ঢাকা জনতার রাষ্ট্রপতির দেহ কবরস্থানে আনা হয়। তিন বাহিনীর তিনটি দল সারিবদ্ধভাবে শকটটি পাহারা দিয়ে নিয়ে আসেন। 
 
সামরিক বাহিনীর সাবেক এই সর্বাধিনায়কের সম্মানে তোপধ্বনি করা হয় এবং সামরিক বাহিনীর বাদকদল বিদায়ী শোক সঙ্গীত বাজান। 
 
ভারতের জনপ্রিয় এই রাষ্ট্রপতি ও দেশটির তরুণদের আইকনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী মোদী। বৃহস্পতিবার সকালেই তিনি রামেশ্বরমে এসে পৌঁছান। 
 
এরপর একে একে ভারতের কেন্দ্রীয় নেতারা ও রাজ্য নেতারা প্রয়াত রাষ্ট্রপতির সমাধিতে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান। এ সময় তালিমনাডুর গভর্নর কে রোশাইয়া, কেরালার গভর্নর পি সত্যশিভম, কেরালার মুখ্যমন্ত্রী ওমেন চান্দি ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুও উপস্থিত ছিলেন।  
 
কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধি ও দলটির অন্যান্য নেতারাও ‘মিসাইল ম্যান’ খ্যাত কালামের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। 
 
সমাহিত করার আগে কালামদের পারিবারিক মসজিদে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। শেষকৃত্যানুষ্ঠানে কালামের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।