নেপালে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৩০

নেপালের পশ্চিমাঞ্চলে মুষলধারে বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে।

>>রয়টার্স
Published : 30 July 2015, 07:12 AM
Updated : 30 July 2015, 03:52 PM

এ পর্যন্ত উদ্ধার হয়েছে অন্তত ১৩ টি দেহ। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।

রাজধানী কাঠমান্ডুর পশ্চিমে পর্যটকদের কাছে জনপ্রিয় পোখারা শহর থেকে ৭৭ মাইল দূরে দুটি গ্রামে এই ভূমিধসের ঘটনা ঘটে।

মন্ত্রণালয় থেকে আরো জানানো হয়, ভূমিধসে  গ্রামের প্রায় অর্ধেক ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে।

চলতি বছরের প্রথমভাগে দুইটি বড় ধরনের ভূমিকম্পে দেশটিতে ৯ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

ওই ভূমিকম্পের ফলে জুন থেকে সেপ্টেম্বরের মাঝে বার্ষিক বৃষ্টিপাতের কারণে ভূমিধসের ঘটনা বাড়ার আশঙ্কায় রয়েছে দেশটির কর্তৃপক্ষ।