পাকিস্তানে নিষিদ্ধঘোষিত জঙ্গিগোষ্ঠীর শীর্ষনেতা নিহত

পাকিস্তানের নিষিদ্ধঘোষিত সুন্নি বিদ্রোহী-জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-জাঙ্গভির শীর্ষনেতা মালিক ইসহাককে গুলি করে হত্যা করা হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2015, 12:00 PM
Updated : 29 July 2015, 12:00 PM

দেশটির পুলিশ তাকে গুলি করে হত্যা করেছে বলে বিবিসি জানিয়েছে।

পাকিস্তানি পুলিশ জানিয়েছে, গেল সপ্তায় পাঞ্জাব প্রদেশে ইসহাককে আটক করে একটি গাড়িবহরে করে নিয়ে যাওয়ার সময় তার কর্মী-সমর্থকেরা এলোপাতাড়ি গুলি চালিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

পুলিশ আরো জানিয়েছে, মুজাফ্ফরাবাদ জেলায় ওই সময় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ইসহাক তার দুইছেলে ও ১১ জঙ্গি-বিদ্রোহীসহ নিহত হন।

সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে শিয়া মুসলিমদের ওপর ভয়াবহ কয়েকটি হামলার ঘটনায় লস্কর-ই-জাঙ্গভি গোষ্ঠীকে দায়ী করা হয়।

মুজাফ্ফরাবাদ জেলা হাসপাতালের একজন চিকিৎসক ১৪টি মৃতদেহ গ্রহণ করার খবর জানানোর পর পাঞ্জাবের প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী সুজা খানজাদা বিষয়টি নিশ্চিত করেন।

এ ঘটনায় ৬ পুলিশ কর্মকর্তা আহত হওয়ার খবর জানা গেলেও বিষয়টি এখনো পরিষ্কার নয়, কারণ কোনো গণমাধ্যমকর্মীই আহত পুলিশদের দেখেননি।

২০০১ সালে পাকিস্তান সরকার লস্কর-ই-জাঙ্গভিকে নিষিদ্ধ করে। ২০০৩ সালে যুক্তরাষ্ট্র এই গোষ্ঠীকে সন্ত্রাসীগোষ্ঠীর তালিকাভুক্ত করে।

পাকিস্তানে শত শত শিয়া মুসলিমকে হত্যার জন্য গোষ্ঠীটিকে দায়ী করা হয়।