যুদ্ধের স্মৃতি এখনও আলোড়িত করে মুক্তিযোদ্ধা শফিকুলকে

কিশোরগঞ্জের অষ্টগ্রামের শফিকুল ইসলাম, ভাটি অঞ্চলের অকুতোভয় এই সৈনিক অংশ নিয়েছিলেন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে। একাত্তরে স্বাধীনতা সংগ্রামের ডাকে যুদ্ধের প্রশিক্ষণ নিতে তিনি পাড়ি জমান ভারতের মেঘালয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Dec 2016, 05:55 PM
Updated : 17 Dec 2016, 03:37 PM

মেঘালয়ের ভালাটে ট্রেনিং শেষে যাত্রা করেন শিলংয়ের ট্রেনিং সেন্টারের উদ্দেশ্যে। সেখানে আরও এক মাস ট্রেনিংয়ে রণকৌশল রপ্ত করে ফিরে আসেন দেশে।

এরপর শুরু হয় পাকিস্তানি হানাদারদের সঙ্গে সম্মুখ যুদ্ধ। ভাটি অঞ্চলকে স্বাধীন করার লড়াইয়ের এক পর্যায়ে অষ্টগ্রামে শফিকুলদের সঙ্গে পাকিস্তানি বাহিনীর তুমুল যুদ্ধ হয়।

সারা রাত লড়াইয়ে মুক্তিযোদ্ধাদের তীব্র আক্রমণে বিপর্যস্ত পাকিস্তানি বাহিনী ভোর রাতে বাঙ্কার থেকে আধুনিক এল এম জি অস্ত্রে সজ্জিত হয়ে পাল্টা আক্রমণ শুরু করে।

ঘাতকের বুলেটে হাত উড়ে যায় একজন মুক্তিযোদ্ধার। তীব্র রক্তক্ষরণে রণক্ষেত্রেই মৃত‌্যু হয় তার।

এই ঘটনা আজও আলোড়িত করে শফিকুলকে। তার আশা, যেমন করে আগলে রেখেছেন যুদ্ধের স্মৃতি, তেমনি দেশের ভবিষ্যৎ প্রজন্ম চেতনায় লালন করবে স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ।