মুস্তাফিজ মামুনের ছবি ‘অল অব এশিয়ায়’

ইন্টারনেটভিত্তিক আলোকচিত্র প্রতিযোগিতা ‘অল অব এশিয়ায়’ পুরস্কার জয়ী পাঁচ জনের মধ্যে স্থান করে নিয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান আলোকচিত্রী মুস্তাফিজ মামুনের ছবি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Feb 2015, 04:07 PM
Updated : 1 March 2015, 03:29 AM

শনিবার আয়োজক প্রতিষ্ঠান ফ্লেবারগ্যাস্ট ভি লিমিটেড দুটি পুরস্কারের জন্য পাঁচ জনের নাম ঘোষণা করে, যাতে আরও তিন জনের সঙ্গে ‘অনারেবল মেনশন’ পুরস্কার জেতেন মামুন।

প্রতিযোগিতায় প্রথম হয়েছেন মিয়ানমারের আলোকচিত্রী রবার্তো ফেনানতী।

মামুন ছাড়া অনারেবল মেনশন পুরস্কার জেতা অপর তিন জন হলেন আফগানিস্তানের জেবক রিবিকি, মিয়ানমারের চি কিয়ং লিম এবং নেইল হার্বাট।

লন্ডনভিত্তিক প্রতিষ্ঠানটি দ্বিতীয় বছরের মতো এ ধরনের আলোকচিত্র প্রতিযোগিতা আয়োজন করে, যা সারা বিশ্বের আলোকচিত্রীদের জন্য ছিল উন্মুক্ত।

এবারের আয়োজনে বাংলাদেশ ছাড়াও চীন, ভিয়েতনাম, আফগানিস্তান, ভারত, শ্রীলঙ্কা, কম্বোডিয়া, মিয়ানমার, ইন্দোনেশিয়া, জর্ডান, দক্ষিণ কোরিয়া, জাপান, উত্তর কোরিয়া, নেপাল ও থাইল্যান্ডের আলোকচিত্রীরা অংশ নেন।

এর আগে ২০১৪ সালে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের সেরা তিনটি ফটোগ্রাফির তালিকায় স্থান পেয়েছিল মুস্তাফিজ মামুনের একটি ছবি।