ডিআরইউতে ফল উৎসব

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 July 2017, 11:35 AM
Updated : 19 July 2017, 11:35 AM

বুধবার সকালে ডিআরইউ ক্যান্টিনে এই ফল উৎসব উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিবছর বিভিন্ন দেশের কূটনৈতিকদের আমের মৌসুমে রাজশাহী নিয়ে যাওয়া হয় বলে ফল উৎসবের উদ্বোধনী বক্তব্যে জানান মন্ত্রী।

তিনি বলেন, “এভাবে দেশীয় ফলের উৎসব আয়োজন ও দেশীয় ফলের প্রচারের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বব্যাপী তুলে ধরা হচ্ছে।”

ডিআরইউ ফল উৎসবে আম, কাঁঠাল, কলা, আনারস, পেঁপে, সফেদা, পেয়ারা, জাম্বুরা ও আমলকিসহ ১৮ ধরনের ফল স্থান পায়।

ফলের এ উৎসবকে ব্যতিক্রমী অভিহিত করে মন্ত্রী মেনন বলেন, “সব ধরনের ফল নিয়ে উৎসবের আয়োজন করে এখানে দেশের ঐতিহ্য তুলে ধরা হয়েছে।”

উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ডিআরইউর সভাপতি শাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী স্বাগত বক্তব্য দেন।