টমেটো আর আলুর গাছ ‘টমালু’

একই গাছের উপরে হচ্ছে টমেটো আর মাটির নিচে আলু। জোড়কলম বা গ্রাফটিং পদ্ধতিতে এই গাছের উদ্ভাবনে সফলতা এসেছে। বেসরকারি আইইউবিএটি বিশ্ববিদ্যালয়ে এটি নিয়ে গবেষণা করছেন কৃষি বিজ্ঞানী অধ্যাপক ড. এএম ফারুক, যিনি এই গাছের নাম দিয়েছেন ‘টমালু’। ছবি: আসাদুজ্জামান প্রামানিক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 March 2017, 10:30 AM
Updated : 29 March 2017, 10:43 AM