সাংবাদিকদের সুরক্ষায় মানবাধিকার কমিশনকে এগিয়ে আসার আহ্বান

সাংবাদিকদের সুরক্ষায় জাতীয় মানবাধিকার কমিশনকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ‘আর্টিকেল ১৯’ এর বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার পরিচালক তাহমিনা রহমান।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 March 2017, 05:28 PM
Updated : 6 March 2017, 05:28 PM

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদারে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) আয়োজিত ‘শত প্রকারের স্বাধীনতার সুরক্ষা’ শীর্ষক সেমিনারের প্রধান আলোচক হিসেবে এ আহ্বান জানান তিনি।

এ সেমিনারে ১৯৯৫ সাল থেকে নিয়ে এ পর্যন্ত ৫১ জনসাংবাদিক ও অনলাইন অ্যাকটিভিস্ট হত্যার চিত্র তুলে ধরেন তিনি।

সকল সাংবাদিক হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তাহমিনা রহমান বলেন, “৫১ সাংবাদিক ও অনলাইন অ্যাকটিভিস্ট হত্যার মধ্যে কেবল দুইটি হত্যার বিচার হয়েছে নিম্ন আদালতে। অন্যদিকে বেশির ভাগ মামলাই এখনো তদন্ত পর্যায়ে, যার মধ্যে ১৫-২০ বছরের পুরনো হত্যা মামলাও রয়েছে।”

তিনি আরো বলেন, “দীর্ঘ পাঁচ বছর পেরিয়ে গেলেও সাগর-রুনি হত্যাকাণ্ডের চার্জশিট হয়নি, ন্যায়বিচার তো দূরের কথা।”

আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান আন্তর্জাতিক সংস্থা আটিকেল ১৯ এর বাংলাদেশ ও দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক।

তাহমিনা রহমান বলেন, “সাংবাদিকরা প্রায় সময়ই মানহানির মামলা ও হয়রানিমূলক মামলাসহ আইনের অপপ্রয়োগের শিকার হন।

“গত বছর সাংবাদিকরা ৮৯টি মানহানির মামলার ঘটনার শিকার হয়েছেন, যার মধ্যে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধেই ৬৬টি ফৌজদারি মানহানির মামলা করা হয়েছে।”

আর্টিকেল ১৯ সব সময়ই সাংবাদিকদের বিরুদ্ধে আইনের অপপ্রয়োগের বিরুদ্ধে সোচ্ছার বলেও জানান তিনি।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারা বাতিলেরও দাবি জানিয়ে তাহমিনা বলেন, এ ধারাটি মতপ্রকাশের স্বাধীনতার জন্য হুমকি।

ব্লাস্ট এর অবৈতনিক নির্বাহী পরিচালক সারা হোসেনের সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্না।