‘ইমা’র নেতৃত্বে বাবু-আনিসুর

ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশনের (ইমা) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সময় টেলিভিশনের আক্তার হোসেন বাবু; আর সাধারণ সম্পাদক হয়েছেন একুশে টেলিশনের আনিুসর রহমান তারেক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 March 2017, 05:54 PM
Updated : 4 March 2017, 05:54 PM

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এ সংগঠনের দ্বিতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়।

ভোট গণনা শেষে রাতে প্রধান নির্বাচন কমিশনার ইফতেখার আহম্মেদ এ ফল ঘোষণা করেন। নির্বাচন পরিচালনা করে প্রধান নির্বাচন কমিশনারসহ ছয় সদস্যের একটি কমিশন।

সকাল ৮টায় ভোট শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত তা চলে।

২১ সদস্যের এ কমিটি আগামী দুই বছর সংগঠন পরিচালনা করবে। পর্ষদের ১২টি পদের মধ্যে পাঁচটি পদে একাধিক প্রার্থী থাকায় নির্বাচন অনুষ্ঠিত হয়। সাতটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন প্রার্থীরা।

সভাপতি পদে মো. আখতার হোসেন বাবু ভোট পেয়েছেন ১৬২টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এটিএন বাংলার শফিকুল ইসলাম পেয়েছেন ১২৪ ভোট।

সাধারণ সম্পাদক পদে একুশে টিভির আনিসুর রহমান তারেক পেয়েছেন ১২৬ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী একাত্তর টিভির কামরুজ্জামান পেয়েছেন ১২৩ ভোট। এ ছাড়া যমুনা টিভির মনিরুল ইসলাম মনি পেয়েছেন ২৪ ভোট।

যুগ্ম-সাধারণ সম্পাদকের দুটি পদে মোহনা টিভির তাসলিম চৌধুরী ১৪৮ ভোট এবং এটিএন বাংলার হারুনুর রাশিদ ১৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জিটিভির মতিউর রহমান মামুন ১২৬ ভোট ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের আব্বাস ওসমান রিজা ১১৯ ভোট পেয়েছেন।

নির্বাচনে সর্বোচ্চ ১৯৮ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাভিশনের রাহাতুজ্জামান রাহাত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজয় টিভির এন আই বুলবুল পেয়েছেন ৮৬ ভোট।

ডিবিসির সোহানা ইসলাম ইমপা হয়েছেন মহিলা বিষয়ক সম্পাদক। তিনি পেয়েছেন ১৮০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাদাব আফরিন পেয়েছেন ১০৫ ভোট।

এসএ টিভির সায়েম সামাদ, চ্যানেল আইয়ের হাফিজুর রহমান মুন্টু, যমুনা টিভির এ এইচ রাজু বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

অর্থ সম্পাদক পদে ডিবিসির রাকিবুল হাসান, সাহিত্য সম্পাদক হয়েছেন মোহনা টিভির ইলিয়াস হোসাইন।

বৈশাখী টিভির রাশেদ সীমান্ত ক্রীড়া বিষয়ক সম্পাদক, আইন বিষয়ক সম্পাদক হয়েছেন মাই টিভির মো. হাসান ইমাম। দপ্তর সম্পাদক হয়েছেন জিটিভির শফিকুল ইসলাম।

ইমার কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন এনটিভির মাহফুজ আলম, মাছরাঙ্গার আব্দুস সামাদ, এটিএন বাংলার আব্দুল মালেক, একাত্তর টিভির আহমদ মোহসিন, চ্যানেল আইয়ের জিয়াউর রহমান সুমন, জিটিবির শাহিনুল হক এবং বিজয় টিভির এস বি বাবুল।