ক্র্যাবের নেতৃত্বে আকন-সরোয়ার

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক পদে সরোয়ার আলম নির্বাচিত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Dec 2016, 05:52 PM
Updated : 29 Dec 2016, 05:52 PM

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকা রিপোর্টার্স ইউনিটির দোতলায় ক্র্যাব বহুমুখী সমবায় সমিতি কার্যালয়ে এই নির্বাচনের ভোটগ্রহণ হয়।

নির্বাচনে সভাপতি পদে ১১৪ ভোট পেয়ে নির্বাচিত হল সালেহ; তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান সভাপতি আখতারুজ্জামান লাভলু পেয়েছেন ৭৯ ভোট। সভাপতি পদের তৃতীয় প্রার্থী মনজুরুল বারী নয়ন পেয়েছেন ৩৮ ভোট।

সাধারণ সম্পাদক পদে সরোয়ার পেয়েছেন ১৪০ ভোট; মাহবুব আলম লাবলু পেয়েছেন ৬০ ভোট, আর আমিন মোহাম্মদ জুয়েল পেয়েছেন ৩২ ভোট।

এছাড়া সহ-সভাপতি পদে সাব্বির মাহমুদ, যুগ্ম সম্পাদক পদে আসাদুজ্জামান বিকু, সাংগঠনিক পদে আব্দুল লতিফ রানা জয় লাভ করেছেন।

অর্থ সম্পাদক পদে আজিজুল হাকিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রফিক মজুমদার, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে শাহীন আলম এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে কামাল হোসেন তালুকদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

দপ্তর সম্পাদক পদে জয় লাভ করেছে রুদ্র রাসেল।

কার্যনির্বাহী তিনটি পদে জয়লাভ করেছে শাহরিয়ার আরিফ, খালিদ আহমেদ ও মোহাম্মাদ জাকারিয়া।

২০১৭ সালের জন্য এই কমিটি নির্বাচনে ২৪৯ জন ভোটারের মধ্যে ২৩৭ জন ভোট দেন। তার মধ্যে চারটি ব্যালট বাতিল হয়।

তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ছিলেন দৈনিক খোলা কাগজের সিটি এডিটর সাকির আহমদ। দুই সদস্য হলেন দৈনিক সকালের খবরের চিফ রিপোর্টার তৌহিদুর রহমান ও দৈনিক ইনকিলাবের কূটনৈতিক সংবাদদাতা আতিকুর রহমান।