ডিআরইউ নতুন কমিটির নেতাদের দায়িত্ব গ্রহণ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নব নির্বাচিত নতুন কমিটির নেতারা দায়িত্বভার গ্রহণ করেছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Dec 2016, 01:30 PM
Updated : 5 Dec 2016, 01:30 PM

সোমবার রাজধানীর ডিআরইউ সাগর-রুনী মিলনায়তনে বিদায়ী কমিটির কাছ থেকে ২০১৭ কার্যমেয়াদের জন্য তারা দায়িত্বভার বুঝে নেন বলে সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর আগে ৩০ নভেম্বর ‘ডিআরইউ কার্যনির্বাহী কমিটি-২০১৭’ এর নির্বাচন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে গণতান্ত্রিক উপায়ে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করায় ডিআরইউকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতে সংগঠনটির পাশে থেকে সহযোগিতা করার আশ্বাস দেন তিনি। 

বিদায়ী কমিটির সভাপতি জামাল উদ্দীনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী ও বিদায়ী সাধারণ সম্পাদক রাজু আহমেদ।

অনুষ্ঠানে ডিআরইউ কমিটির নতুন কার্যনির্বাহী সদস্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক নুরুল ইসলাম হাসিব ছাড়াও নবনির্বাচিত অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

দায়িত্বগ্রহণ অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিদায়ী কমিটির অর্থ সম্পাদক কামরুজ্জামান কাজল।