লায়ন্স অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক কামরুল ইসলাম

পরিবেশ সুরক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘লায়ন্স অ্যাওয়ার্ড ফর প্রফেশনাল এক্সসিলেন্স-২০১৬’ পদকের জন্য মনোনীত হয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2016, 02:59 PM
Updated : 8 Oct 2016, 02:59 PM

শনিবার লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল (জেলা ৩১৫-এ১) এর ক্যাবিনেট সেক্রেটারি লায়ন্স ফজল কাদের মুকুল স্বাক্ষরিত এক বিবৃতিতে একথা জানানো হয়।

আগামী রোববার সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় আর্ট গ্যালারিতে পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু আনুষ্ঠানিকভাবে এই পদক প্রদান করবেন।

১৯৮৩ সাল থেকে কামরুল ইসলাম চৌধুরী পরিবেশ সাংবাদিকতা ও পরিবেশ উন্নয়নের নানা ক্ষেত্রে কাজ করে আসছেন। দীর্ঘ দিন ধরে তিনি বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের চেয়ারম্যানের দায়িত্বও পালন করছেন।

বিবৃতিতে বলা হয়, টেকসই পরিবেশ ও পরিবেশ রক্ষায় দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে লায়ন্স ক্লাব এই পদকের জন্য কামরুল ইসলাম চৌধুরীকে মনোনীত করেছে।

‘গো গ্রিন- সেইভ আওয়ার আর্থ’ – এই স্লোগানে লায়ন্স ক্লাব বাংলাদেশে পরিবেশ রক্ষা, উন্নয়ন, বনায়ন, পরিষ্কার পরিচ্ছন্নতায় গণ সচেতনতা সৃষ্টির জন্য কাজ করে।