বিএফইউজের আওয়ামী লীগপন্থি অংশের সভাপতি নির্বাচনে ভোট চলছে

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ক্ষমতাসীন আওয়ামী লীগসমর্থিত অংশের সভাপতি পদে উপ-নির্বাচনে ভোট নেওয়া শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2016, 05:17 AM
Updated : 29 July 2016, 05:33 AM

ঢাকার জাতীয় প্রেস ক্লাবসহ দেশের মোট নয়টি কেন্দ্রে শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আবু তাহের জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ঢাকাসহ চট্টগ্রাম, খুলনা, যশোর, দিনাজপুর, রাজশাহী, ময়মনসিংহ, বগুড়া ও নারায়ণগঞ্জ কেন্দ্রে দেশের ৩ হাজার ৮০০ ভোটার শীর্ষ নেতৃত্ব বাছাইয়ে অংশ নেবেন।

২৪ জানুয়ারি সংগঠনটির সভাপতি আলতাফ মাহমুদের মৃত্যু হওয়ায় এই পদে উপ-নির্বাচন হচ্ছে।

এতে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন একুশে টিভির সিইও মঞ্জুরুল আহসান বুলবুল, ডেইলি স্টারের সাংবাদিক আবদুল জলিল ভুঁইয়া ও বৈশাখী টিভির সিইও অশোক চৌধুরী।

এর আগে কক্সবাজারের দুই সাংবাদিকের করা আবেদনের প্রেক্ষিতে ২৪ জুলাই চট্টগ্রামের প্রথম শ্রম আদালত এই উপ-নির্বাচনের ওপর স্থগিতাদেশ দিলে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়।

তবে বৃহস্পতিবার এই স্থগিতাদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করলে শুনানি শেষে বিচারপতি ওবায়দুল হাসান ও কষ্ণা দেবনাথের বেঞ্চ ওই আদেশ তিন মাসের জন্য স্থগিত করেন।