শেষ হল গ্লোবাল মিডিয়া ফোরাম

ইউরোপকে নিজেদের মূল্যবোধের দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়ে শেষ হল জার্মান সম্প্রচার মাধ্যম ডয়চে ভেলে আয়োজিত গ্লোবাল মিডিয়া ফোরাম-২০১৬।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 June 2016, 07:39 PM
Updated : 15 June 2016, 07:41 PM

ডয়েচে ভেলের মহাপরিচালক পিটার লিমবুর্গ বুধবার নবম গ্লোবাল মিডিয়া ফোরামের সমাপনী বক্তব্যে ইউরোপীয় মূল্যবোধের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

লিমবুর্গ বলেন, “অন্যদের সঙ্গে আমাদের মূল্যবোধ নিয়ে আলোচনায় এ বিষয়ে আমরা একটি গুরুত্বূপর্ণ চিন্তার খোরাক পেয়েছি যে, জার্মানি ও ইউরোপে আমরা কিছু নির্দিষ্ট বিষয়ের সুরক্ষার কথা বলি। কিন্তু সব সময় আমরা নিজেদের মূল্যবোধ ধরে রাখি না।”

অন্যদের সঙ্গে কথা বলার আগে অস্ত্র বিক্রি, পরিবেশ দূষণ এবং দুর্নীতিগ্রস্ত সরকারের সঙ্গে সহযোগিতার মতো বিষয়গুলোতে ইউরোপের নিজেদের মূল্যবোধ ধরে রাখা দরকার বলে মনে করেন তিনি।  

সারা বিশ্বের ১০০টি দেশের দুই হাজারের বেশি গণমাধ্যমের প্রতিনিধি ও বিশেষজ্ঞদের নিয়ে সোমবার জার্মানির বন শহরে তিন দিনের এই বার্ষিক সম্মেলন শুরু হয়।

‘গণমাধ্যম, স্বাধীনতা ও মূল্যবোধ’ উপজীব্য নিয়ে অনুষ্ঠিত সম্মেলনে আলোচনায় বিশ্বব্যাপী এসব বিষয়ের চ্যালেঞ্জগুলো উঠে আসে।

গণমাধ্যমের ভূমিকা, বাক স্বাধীনতা ও মূল্যবোধের সুরক্ষার বিষয়গুলো সম্মেলনে আলোচিত হয়।