সোশ্যালনেটের যাত্রা শুরু

নানা ধরনের সুযোগ-সুবিধা নিয়ে এলো দেশীয় নতুন সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যালনেট ডট কম ডট বিডি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Feb 2016, 06:22 PM
Updated : 11 Feb 2016, 06:24 PM

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পণ্য বেচা-কেনা, চাকরি খোঁজা, চ্যাট বক্সে কল কনফারেন্স, ই লার্নিং ও ই হেলথ সুবিধা নিশ্চিত করতে হোয়াইট বোর্ড আর উপযুক্ত রেজুলেশনে ফটো-ভিডিও সুবিধা থাকছে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ব্লগিং আর চাকরির বাজারের জন্য আলাদা-আলাদা সাইট না করে এক সাইটেই সব সুবিধা থাকছে- এ দাবি করেছেন উদ্যোক্তারা।

সাইটের অন্যতম উদ্যোক্তা ড. সাইদ মাহতাব বলেন, এই সাইট সব বয়সী মানুষের জন্য নিরাপদ।

১৩ বছর বা তার চেয়ে বেশি বয়সী মানুষ এটি ব্যবহার করতে পারবেন সহজেই। ব্যবহারকারীর একাউন্ট সঠিক নিশ্চিত হওয়ার পরই যুক্ত হওয়া যাবে সোশ্যালনেটে।

তিনি বলেন, “সাধারণ সামাজিক যোগযোগ মাধ্যমে নারীদের হয়রানি, অশালীন মন্তব্য, ধর্মীয় উসকানি আর সামাজিক তিক্ততা ছড়ানোর অনেক অভিযোগ থাকে, কিন্তু এই সাইট তা থেকে সম্পূর্ণ মুক্ত।”

নিজস্ব অ্যাডমিন প্যানেল সামাজিক পরিবেশ-পরিস্থিতি আর যৌক্তিকতা বিবেচনা করে ‘আপত্তিকর’ সব পোস্ট দ্রুত সরিয়ে নিতে পারবে।

সোশ্যালনেট ডট কম ডট বিডি ব্যবহারকারীদের পুরস্কৃত করারও পরিকল্পনা রয়েছে।