ঢাকা রেস্তোরাঁ সপ্তাহ

২৮ মে থেকে শুরু হয়েছে ঢাকা রেস্তোরাঁ সপ্তাহ ২০১৫।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 May 2015, 11:26 AM
Updated : 30 May 2015, 11:26 AM

বাংলাদেশে প্রথমবারের মতো ব্যতিক্রমধর্মী এই আয়োজন করেছে ফুড পোর্টাল ঢাকা ফুডিজ ডটকম। রাজধানীর বিভিন্ন এলাকার রেস্তোরাঁগুলো নিজেদের জনপ্রিয় খাবারগুলো নিয়ে অংশ নিচ্ছে এই আয়োজনে।

গুলশানের আমারি রেস্তোরাঁর আমায়া ফুড গ্যালারিতে আনুষ্ঠানিকভাবে এই আয়োজনের উদ্বোধন হয়। চলবে ৬ জুন পর্যন্ত। অংশ নিয়েছে ঢাকার গুলশান বনানী, ধানমণ্ডি, বেইলি রোড, খিলগাঁও, প্রগতি সরণি ও উত্তরার মোট ৩৫টি রেস্তোরাঁ।

অংশগ্রহণকরা রেস্তোরাঁগুলো হল— ক্যাফে ধ্রুম, সয় থ্রি, চিজউইক, সল্টজ, মেসকোয়াইট গ্রিল, এল তোরো, কোয়েন্ত্রো, ক্রিস কার্ডিয়াক ক্লিনিক ক্যাফে, অ্যাঞ্জেলস অ্যান্ড জিপসিস, মেলাঙ্গ, দ্যা মিরাজ, টিউন অ্যান্ড বাইট, ফিস ফিস, মিট লাভারস, গ্রিন্ড হাইজ, এক্সটেসি ক্যাফে, দ্য ওলিভস, তাবাক, ‍আমারি, প্লাটিনাম সুইটস, তাড়কা, গ্লাস হাইজ ব্রাজিরি, ভেনি ভেডি ভিচি, কাবাব ফ্যাক্টরি, ফিস অ্যান্ড কো, কোবে, কলম্বাস কফি, প্ল্যাটার, থার্টি থ্রি, দোসা এক্সপ্রেস, হাক্কা ঢাকা, ফিউসন হান্ট, জর্জ’স লা ডলচে ভিটা, দ্যা ডাইনিং রুম, মকা ক্যাফে অ্যান্ড বিসট্রো।

ঢাকা রেস্তোরাঁ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত, স্যামসাং, ঢাকা ফুডিজ, মাইক্রোসফট ও হোটেল আমারি’র প্রতিনিধিরা।

এ উপলক্ষ্যে আগামী এক সপ্তাহব্যাপি অংশগ্রহণকরা সবগুলো রেস্তোরাঁতে থাকছে তাদের জনপ্রিয় খাবারগুলোর সর্বোচ্চ তিনটি করে  সেট মেন্যু। মূল্য ৪৯৯ টাকা, ৯৯৯ টাকা এবং ১,৮৯৯ টাকা।

উদ্বোধনী অনুষ্ঠানে মাইক্রোসফট এমার্জিং এশিয়ার মোবাইল ডিভাইস অ্যান্ড সার্ভিসেসের হেড অব মার্কেটিং শিবলি আহমেদ, স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের কনজুমার ইলেকট্রনিক্স বিজের ম্যানেজার ফুয়াদ আরেফিন তন্ময় উপস্থিত ছিলেন।

সপ্তাহজুড়ে ভোজন রসিকদের বিভিন্ন অফার ও প্রতিযোগিতার মাধ্যমে উপহার পাওয়ার পাশাপাশি অংশগ্রহণকরা রেস্তোরাঁগুলোর জন্য থাকবে পুরস্কার।

-বিজ্ঞপ্তি।