নুতন মডেলের ফ্রিজ

মার্সেলের গৃহস্থালি পণ্য।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2015, 01:02 PM
Updated : 22 May 2015, 01:23 PM

মার্সেলের ফ্রিজ

২০০৮ সালে যাত্রা শুরুর পর কয়েক বছরে দেশের ইলেক্ট্রনিক্স বাজারে ভালো অবস্থান করে নিয়েছে দেশীয় এই ব্র্র্যান্ড।

মার্সেলের প্রধান বিপণন কর্মকর্তা (উত্তর) মোশারফ হোসেন রাজীব জানান, প্রথমে সাতটি মডেলের ফ্র্রিজ নিয়ে যাত্রা শুরু করে মার্সেল। বর্তমানে ৩০ থেকে ৩৫টি মডেলের ফ্রিজ বাজারে আছে। এলইডি ও সিআরটি টিভির মডেলের সংখ্যা ৪৫টি। আর এসি’র রয়েছে তিনটি মডেল।

তিনি জানান, এসিতে মার্সেল দিচ্ছে ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। বাজারে মার্সেলের পৌনে এক টন, এক টন ও দেড় টনের এসি রয়েছে।

সম্প্রতি তিনটি নতুন মডেলের (৩১৭, ২৯৫ ও ২৫৪ লিটালের) রিফ্রিজারেটর বাজারে এনেছে মার্সেল। পাশাপাশি ইলেকট্রনিক্স গৃহস্থালি পণ্যের চাহিদার কথা মাথায় রেখে মার্সেল ডিভিডি প্লেয়ার, ইলেকট্রিক কেতলি, ব্লেন্ডার, জুসার, আয়রণ, রাইস কুকার, মাইক্রোওয়েভ ওভেনসহ অন্যান্য পণ্যও বাজারে আনছে। এছাড়া ইলেকট্রিকল সুইট, সকেট, এলইডি লাইট উৎপাদনের উদ্যোগ নিয়েছে তারা।

- বিজ্ঞপ্তি।