ভূমিকম্প হলে কী করবেন

ভূমিকম্প হলে করনীয় নিয়ে একটি এনিমেটেড ভিডিও চিত্র প্রকাশ করছে আবহাওয়া অধিদপ্তর।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 April 2015, 01:17 PM
Updated : 22 Jan 2019, 08:49 PM

শনিবার দুপুরে নেপালে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে ভারত ও বাংলাদেশের বিশাল এলাকা কেঁপে ওঠে। এরপরের দুই দিনও কম্পন অনুভূত হয় নেপাল, ভারত ও বাংলাদেশে।

অধিদপ্তরের ফেইসবুক পেজে গত ২৩ মার্চ প্রকাশিত এই ভিডিও শনিবারের পরই ফেইসবুকে দ্রুত (ভাইরাল) ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত দেখা হয়েছে মোট ৮৭ হাজার ৩৪ বার।

ভূমিকম্পের সময় করণীয় বিষয়ে ভিডিও চিত্রতে চারটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। ভূমিকম্পের সময় নিজেকে শান্ত রাখা, মাথা হাত দিয়ে ঢেকে ফেলা, মজবুত কোনো বস্তু যেমন টেবিল বা খাটের নিচে আশ্রয় নেওয়া এবং উপর থেকে নিচে নামার সময় লিফট ব্যবহার থেকে বিরত থাকা।

এছাড়াও ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামি সম্বন্ধেও ধারণা দেওয়া হয়েছে ভিডিও চিত্রতে।  

ভিডিও চিত্রতে জানানো হয়, বাংলাদেশ ভূমিকম্পের ঝুকিপূর্ণ তিনটি বিভাগে বিভক্ত।

দেশের উত্তর পূর্ব ভাগকে এক নম্বর অঞ্চল, যেটি অধিক ঝুঁকিপূর্ণ, মধ্যভাগ অঞ্চল দুইকে মাঝারি ঝুঁকিপূর্ণ এবং দক্ষিণ পশ্চিম ভাগ অঞ্চল তিনকে কম ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্ণিত করা হয়েছে।  

ভূমিকম্পের কারণ ও ভূমিকম্প পরিমাপক রিকটার স্কেল সম্বন্ধেও ধারণা দেওয়া হয় এনিমেটেড ভিডিও চিত্রতে।

গত দেড়শ বছরে বাংলাদেশে আঘাত হানা ভূমিকম্পের পরিসংখ্যানও তুলে ধরা হয় এতে।