কাঁচাআমের অম্বল

গরমের সময় টক খাবার বেশ উপকারী।

ইশরাত মৌরিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2015, 09:40 AM
Updated : 19 April 2015, 09:46 AM

গ্রীষ্মের মৌসুমে এই চমৎকার ব্যঞ্জনের রেসিপি দিয়েছেন তাবাসসুম মুমু।

উপকরণ

কাঁচাআম ১ কাপ (টুকরা করা)। শুকনামরিচ ১/৪ চা-চামচ। হলুদগুঁড়া ১/৪ চা-চামচ। লবণ ১ চা-চামচ। চিনি ৩ টেবিল-চামচ। পানি ১ লিটার।

অম্বল বাগারের জন্য: তেল ১ টেবিল-চামচ। সরিষা আধা চা-চামচ। রসুন আধা চা-চামচ (কুঁচি করা)। কালিজিরা আধা চা-চামচ।

পদ্ধতি

চুলায় পানি দিয়ে তাতে হলুদগুঁড়া, মরিচগুঁড়া, লবণ আর আমের টুকরাগুলো দিয়ে সিদ্ধ করুন। আম সিদ্ধ হয়ে, পানি কমে গেলে চিনি দিন। আরও কিছুক্ষণ জ্বাল দিন। হয়ে গেল অম্বল।

এবার তেল গরম করে কালিজিরা, সরিষা আর রসুনকুঁচি হালকা করে ভেজে নিন। তারপর এই বাগার দেওয়া মিশ্রণটা অম্বলে দিয়ে পরিবেশন করুন।