পাঁচফোড়নে বাতাসি মাছের ঝোল

ছোট মাছে রয়েছে হরেক পুষ্টিগুণ। যা শরীরে জন্য খুবই দরকারি।

ইশরাত মৌরিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Feb 2015, 12:26 PM
Updated : 24 Feb 2015, 12:26 PM

রেসিপি দিয়েছেন নদী সিনা।

উপকরণ

বাতাসি মাছ ২৫০ গ্রাম। পাঁচফোড়ন আধা চা-চামচ। হলুদগুঁড়া আধা চা-চামচ। পেঁয়াজকুচি ৩ টেবিল-চামচ। কাঁচামরিচ ফালি ৪-৫টি। লবণ স্বাদ অনুযায়ী। মরিচগুঁড়া আধা চা-চামচ। সরিষার তেল পরিমাণমতো। পানি ১ কাপ।

পদ্ধতি

মাছ কেটে নিন নিয়মমতো। এরপর লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিন। যারা বিদেশে থাকেন তারা লেবু অথবা ভিনেগার দিয়ে মাছ ধুয়ে নিন।

এরপর পানি ঝরিয়ে রাখুন।

একটি পাত্রে তেল গরম করে এতে পাঁচফোড়ন, পেঁয়াজকুচি দিয়ে হালকা ভেজে নিন। সব গুঁড়ামসলা আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মসলা কষিয়ে নিন। তারপর এতে মাছ বিছিয়ে দিন।

পরিমাণমতো পানি এবং কাঁচামরিচ দিয়ে ঢেকে পাঁচ থেকে ১০ মিনিট রান্না করে নামিয়ে পরিবেশন করুন।

নাড়বেন না। নইলে মাছ ভেঙে যাবে।