হানিগ্রিল চিকেন

ফাল্গুন আয়োজন ২।

ইশরাত মৌরিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Feb 2015, 11:25 AM
Updated : 10 Feb 2015, 11:25 AM

খুব সহজ আর মজাদার একটি রেসিপি । দিয়েছেন পাপন শ্রাবণ।

উপকরণ

মুরগির মাংস চার টুকরা। আদা, রসুন, পেঁয়াজয়ের ১ চা-চামচ করে। গোলমরিচ-গুঁড়া ১ চা-চামচ। টকদই ৪ টেবিল-চামচ। লেবুর রস ১ চা-চামচ। মধু ১ চা-চামচ। অলিভ অয়েল ১ টেবিল-চামচ। লবণ স্বাদমতো। মাখন পরিমাণমতো।

পদ্ধতি

লবণ ও মাখন বাদে সমস্ত উপকরণ দিয়ে মুরগি মাখিয়ে রাখুন দুতিন ঘণ্টা। এরপর মাখন গলিয়ে তরল করে মুরগির সঙ্গে মিশিয়ে দিন।

এই মুরগি এবার গ্রিল করুন।

কয়লার আগুনে গ্রিল করতে পারেন আবার ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওভেনেও মাংসের টুকরাগুলো পোড়া পোড়াভাবে গ্রিল করে নিতে পারেন।

আবার চাইলে প্যান নিয়ে তাতে তেল ব্রাশ করে মাংসের টুকরাগুলো ভেজে নিতে পারেন চুলাতেও।

পরিবেশনের আগে গোলমরিচ ছিটিয়ে দিন।