স্পাইসি চিজ পাস্তা

সাত থেকে দশ মিনিটে তৈরি করুন মজাদার পাস্তা।

ইশরাত মৌরিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Jan 2015, 02:23 PM
Updated : 27 Feb 2015, 12:49 PM

রেসিপি দিয়েছেন তামান্না জামান।

উপকরণ

পাস্তা ২ কাপ। মরিচগুঁড়া আধা চা-চামচ। গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ। টমেটো সস আধা কাপ। চিজ কুচি এককাপের চারভাগের একভাগ। তেল ৩ টেবিল-চামচ। লবণ পরিমাণমতো।

পদ্ধতি

পাস্তা সিদ্ধ করে চালনিতে ঢেলে পানি ঝড়িয়ে নিন।

প্যানে তেল গরম করুন। সিদ্ধ পাস্তা দিয়ে এক মিনিট নেড়ে মরিচগুঁড়া, গোলমরিচের গুঁড়া আর লবণ দিয়ে আরও এক মিনিট নাড়ুন।

তারপর টমেটো সস আর চিজ দিয়ে এক মিনিট নেড়ে নামিয়ে নিন।

শসাকুচি, লটুসপাতা দিয়ে পরিবেশন করুন ।

* চিজ না থাকলে একই পদ্ধতিতে রান্না করে মেয়নেইজ দিয়ে পরিবেশন করুন।