গম-মুরগির সুপ

ঠান্ডায় জবুথবু শরীর করবে চাঙ্গা।

ইশরাত মৌরিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Dec 2014, 12:22 PM
Updated : 21 Jan 2015, 03:10 PM

রেসিপি দিয়েছেন শাহনাজ শিমুল

উপকরণ

গম ১ কাপ। মুরগির টুকরা ৪/৫টি । টমেটো ৪টি । টমেটো পেস্ট ১ টেবিল-চামচ। লবণ ২ চা-চামচ। মরিচগুঁড়া ১ চা-চামচ। জিরাগুঁড়া আধা চা-চামচ। পেঁয়াজকুচি আধা কাপ। তেল ১ টেবিল-চামচ।

পদ্ধতি

তেল গরম করে পেঁয়াজকুচি আর টমেটোকুচি একসঙ্গে দিয়ে দিন। ৫ মিনিট অল্প আঁচে ভাজুন। লবণদিন। এবার গম আর মুরগির টুকরা দিয়ে পাঁচকাপ পানি দিয়ে রান্না করুন ৩০ মিনিট । মাঝারি আঁচে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবেন।

ঢাকনা খুলে টমেটো পেস্ট, মরিচগুঁড়া আর জিরাগুঁড়াদিন। গম সিদ্ধ হওয়া পর্যন্ত অল্প আঁচে রান্না করুন।

গরম গরম পরিবেশন করুন মজাদার সুপ।