স্প্যানিশ অমলেট

সকালের নাস্তায় অমলেটে আনুন ভিন্নতা।

ইশরাত মৌরি, বিডিনিউজ টোয়েন্টফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Nov 2014, 11:44 AM
Updated : 6 Nov 2014, 11:44 AM

রেসিপি দিয়েছেন শাহনাজ শিমুল।

উপকরণ

ডিম ৬-৭ টি। ক্যাপসিকাম মিহি কুচি আধা কাপ। আলু গোলগোল পাতলা করে কাটা আধা কাপ (পাঁচ থেকে ছয় মিনিট গরম পানিতে সিদ্ধ করুন নরম হওয়ার জন্য)। পেঁয়াজ কুচি আধা কাপ। গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ। পনির ২ টেবিল-চামচ (ইচ্ছা‌)। লবণ পরিমাণমতো। তেল বা বাটার ২ টেবিল-চামচ।

পদ্ধতি

গোলমরিচ আর লবণ দিয়ে ডিম ভালোভাবে ফেটিয়ে নিন। বাকি সব উপকরণ হালকাভাবে মিশিয়ে নিন। বড় ননস্টিক প্যানে বাটার গলিয়ে নিন। ডিমের মিশ্রণ ছেড়ে দিন।

ঢাকনা দিয়ে ঢেকে হালকা আঁচে ১৫ মিনিট রান্না করুন। মাঝে মাঝে দেখে নিন যাতে নিচে পুড়ে না যায়। গরম গরম নামিয়ে ক্যাচাপ কিংবা পরোটা বা রুটির সঙ্গে খান।