ঢাকায় শরৎ উৎসব

ঢাকার বেশ কিছু জায়গাই ভরে ওঠে সাদা কাশফুলে। আর ওই জায়গাগুলো হয়ে ওঠে শহর জীবনের বিনোদোনের একটি প্রাণকেন্দ্র হিসেবে।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Oct 2014, 02:06 PM
Updated : 28 Oct 2014, 02:06 PM

কাশফুল শরতের ফুল। তাই এবছর ২৪ অক্টোবর আফতাব নগরের জহুরুল ইসলাম সিটিতে কাশফুলের সমাবেশে শরৎ উৎসবের আয়োজন করা হয়েছিল।

পঞ্জিকার হিসাবে শরৎ বিদায় নিলেও নাগরিক জীবনের ব্যস্ততায় এ আয়োজন মুগ্ধ করেছে উপস্থিত সবাইকে।

বেলা ৩টায় শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই মানুষের ভিড় জমতে শুরু ক। উপস্থিত সকলের পরনে ছিল সাদা অথবা নীল পোশাকের আধিক্য। আর সবাই অনুষ্ঠান শুরুর জন্য বেশ আগ্রহের সঙ্গেই অপেক্ষা করছিলো। বেলা ৩টায় ঢাকের শব্দের সঙ্গে ঘুড়ি উড়িয়ে উদ্বোধন করা হল ‘মনের খোরাক, শরৎ উত্সব-২০১৪’ নামে ওই অনুষ্ঠান।

ঘুড়ি উড়ানোর পর ছিল অনুষ্ঠানের অন্য সব আকর্ষণীয় আয়োজন। ছিল নৌকা ভ্রমণের ব্যবস্থা। অনেকেরই চোখ ও মন কেড়েছে জানা-অজানা নানান ধরনের পিঠা ও মাছ।

আয়োজনে ফিশ ডটকম বিডি নামের এই প্রতিষ্ঠান অংশ নেয়। তারা অনুষ্ঠানে নদী-নালা, খাল-বিল, হাওর-বাঁওড়ের দেশি মাছের পরিচয় উপস্থাপন ও পরিবেশনের উদ্যোগ নিয়েছিলেন। 

বাণিজ্যিক এসব আয়োজনের ফাঁকে চলছিল কবিতা, গান, ফটোগ্রাফি, আড্ডা, আবৃতিসহ নানান আয়োজন।

সন্ধ্যার সময় শুরু হয় আকাশে ফানুস ওড়ানো। মন্ত্রমুগ্ধ হয়ে ফানুস ওড়ানো উপভোগ করেছেন উপস্থিত দর্শকরা। পাশাপাশি ছিল আতশবাজি পোড়ানোর আয়োজন।

শরৎ উত্সবে সন্ধ্যার পরে মঞ্চ মাতিয়েছিল জলের গান, সেলফ পোর্ট্রেট ও গানপাগল ব্যান্ড। আরও গান গেয়েছিলেন সায়ান।

বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এই আয়োজনের সময় নির্ধারিত থাকলেও, অনুষ্ঠান শেষ হতে হতে প্রায় ১০টা বেজে যায়।

আনুন বিডি ডটকম ও মনের খোরাক নামের ফেইসবুক পেইজ এই উত্সবের আয়োজন করেছিল। সবার জন্য উন্মুক্ত ছিল পুরো আয়োজন।