জরুরি সেবা

জীবনে নানান রকম সমস্যা লেগেই থাকে। তাই বলে কি জীবন থেমে থাকবে? নিশ্চয় এমনটি হতে পারে না। একটু সচেতনতা, সজাগ দৃষ্টি কিংবা সহানুভূতিই আমাদের চারপাশের সমস্যাগুলো দূর করতে পারে।

সৈয়দ রিয়াদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2014, 11:36 AM
Updated : 23 Oct 2014, 11:36 AM

তাই আপনার ডাইরি একটি পাতায় লিখে রাখতে পারেন জরুরি সেবার কিছু নম্বর।

জরুরি অ্যাম্বুলেন্স সার্ভিস

রোগী কিংবা লাশ বহনের জন্য অ্যাম্বুলেন্স পাওয়াটা দূরহ। তাই সংগ্রহে রাখতে পারেন ২৪ ঘণ্টা সেবা প্রদানকারী কতিপয় অ্যাম্বুলেন্স সার্ভিসের ফোন নম্বর।

আলিফ অ্যাম্বুলেন্স সার্ভিস ৯১৩১৬৮৮, ৮১১৭৫৭৬, ০১৭১৩২০৫৫৫৫।

আঞ্জুমান মুফিদুল ইসলাম ৯৩৩৬৬১১, ৭৪১১৬৬০, ৭৪১০৭৮৬।

আল-মারকাজুল ইসলাম ৯১২৭৮৬৭, ৮১১৪৯৮০।

আদ-দ্বীন অ্যাম্বুলেন্স সার্ভিস ১০৬১০, ০১৭১৩-৪৮৮৪১১, ০১৭১৩-৪৮৮৪১২।

এছাড়াও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্স পাওয়া যায়।

জরুরি রক্ত সেবা

প্রয়োজনীয় রক্তের জন্য জীবন বাঁচানো যাবে না, এটা ভাবাই যায় না। তবে অনেক সময় প্রয়োজনীয় রক্তের জন্য মানুষের মৃত্যু হয়। তাই জরুরি প্রয়োজনে রক্তাদান করে এরকম কিছু প্রতিষ্ঠানের ফোন নম্বর সংগ্রহে রাখতে পারেন।

রেডক্রিসেন্ট সোসাইটি ৯১১৬৫৬৩।

কোয়ান্টাম ৯৩৫১৯৬৯।

বাঁধন ঢাকা বিশ্ববিদ্যালয় ৮৬২৯০৪২। বুয়েট-০১৯১২-০৮২৯১৯। সুলিমুল্লাহ মেডিকেল কলেজ ৭৩১৯১২৩। ঢাকা মেডিকেল কলেজ ০১৮১৯২৮৪৮৭৮। ঢাকা ডেন্টাল কলেজ ৯০১১৮৮৭। ইসলামী ব্যাংক হাসপাতাল ৮৩১৭০৯০, ৮৩২১৪৯৫।

জরুরি ওষুধ

২৪ ঘণ্টা খোলা থাকে এরকম কিছু ফার্মেসি।

কলাবাগান লাজ ফার্মেসি(ধানমন্ডি)। ঢাকা মেডিকেল কলেজের সামনে ইমাজেন্সি গেইটের সামনে দুটি ফার্মেসি। ইসলামি ব্যাংক হাসপাতালের যাত্রাবাড়ি, শাহাজাহানপুর ও কাকরাইল শাখার ফার্মেসি সমূহ। পপুলার, স্কায়ার, ল্যাব এইড ও বারডেম হাসাতালের ফার্মেসিগুলো ২৪ ঘণ্টা খোলা থাকে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স

শুধু আগুন নিয়ন্ত্রণের জন্যই নয় যে কোনও ধরনের দুর্যোগ ও দুর্ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাহায্য নেওয়া যায়। তাই জেনে রাখতে পারেন তাদের বিভিন্ন শাখার ফোন নম্বর।

সিদ্দিকবাজার ফায়ার স্টেশন (প্রধান কার্যালয়) ৯৫৫৫৫৫৫, ০১৭৩০-০০২৩৪২।

সদরঘাট স্টেশন ৭১১৯৭৫৯, ০১৭৩০০০২২১০।

সদরঘাট নদী স্টেশন ৭৪৫৪০৫৫, ০১৭৩০০০২২১৪।

পোস্তগোলা স্টেশন ৭৪৪০৭৭১, ০১৭৩০০০২২১৬।

লালবাগ স্টেশন ৮৬১৯৯৮১, ০১৭৩০০০২২১৮।

পলাশী ব্যারাক স্টেশন ৮৬২৮৬৮৮, ০১৭৩০০০২২১৯।

খিলগাঁও স্টেশন ৭২১৮৩২৯, ০১৭৩০০০২২২৫।

তেজগাঁও স্টেশন ৮৮৭০৩১৪, ০১৭৩০০০২২২৬।

মোহাম্মদপুর স্টেশন ৯১১২০৭৮, ০১৭৩০০০২২২৭।

মিরপুর স্টেশন ৯০০১০৫৫, ০১৭৩০০০২২২৯।

কুর্মিটোলা স্টেশন ৮৭১৩৩৯৯, ০১৭৩০০০২২৩২।

ডিইপিজেড স্টেশন ৭৭৮৮৪৪৪, ০১৭৩০০০২২৩১।

ডেমরা স্টেশন ৭৫০০১১১, ০১৭৩০০০২৩০২।

বারিধারা স্টেশন ৮৮২৭৩৯৭, ০১৭৩০০০২২৪৫।

সাভার স্টেশন ৭৭৪৮৩৩৩, ০১৭৩০০০২২৫০।

ধামরাই স্টেশন ০১৭৪২৩০২৮৫০।

কেরাণীগঞ্জ স্টেশন ৭৭৬৬৬৬৬, ০১৭৩০০০২২৪৭।

সচিবালয় স্টেশন ৯৫১৫৫৫৫।

সিদ্দিকবাজর প্রধান কার্যালয়ে ফোন করে যে কোনও অঞ্চলের দুর্ঘটনার খবর দিতে পারেন।