দশমীতে পতেঙ্গা

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। দশ দিনের বর্ণিল এ উৎসবের সমাপ্তি ঘটে দেবীদুর্গার বিসর্জনের মধ্য দিয়ে।

মুস্তাফিজ মামুনবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Oct 2014, 03:04 AM
Updated : 3 Oct 2014, 03:04 AM

এই দিনে বাংলাদেশের সবচেয়ে জমকালো বিসর্জন উৎসব হয় বন্দরনগরী চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে। শহরের প্রাণকেন্দ্র থেকে এ সৈকতের দূরত্ব বিশ কিলোমিটারের কিছুটা বেশি। দেবী বিসর্জনের দিন হিন্দু সম্প্রদায়ের হাজারো মানুষের সঙ্গে সঙ্গে অসংখ্য পর্যটকও পতেঙ্গায় আসেন তা উপভোগ করতে। সুযোগ থাকলে আপনিও দেখে আসতে পারেন এ উৎসব।  

শারদীয় দুর্গোৎসবের শেষ দিন সন্ধ্যায় পতেঙ্গা সমুদ্র সৈকতে বির্সজন দেওয়া হয় দেবীদুর্গাকে। এদিন এখানে বসে হিন্দু সম্প্রদায়ের মানুষের মিলনমেলা। হাজার হাজার পুন্যার্থী শহরের নানান প্রান্ত থেকে এদিন সৈকতে সমবেত হন দেবীদুর্গাকে বিসর্জন দিতে। দেবীদুর্গাকে মিষ্টিমুখ করিয়ে বিদায় জানাতে মণ্ডপে মণ্ডপে জড়ো হন ভক্তরা। সব আনুষ্ঠানিকতা শেষে এদিন দুপুর থেকেই শহরের বিভিন্ন জায়গা থেকে প্রতিমাবাহী ট্রাকের বর্ণিল শোভাযাত্রা শুরু হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এ শোভাযাত্রার শেষ হয় পতেঙ্গা সমুদ্র সৈকতে গিয়ে। 

পতেঙ্গা সমুদ্র সৈকতে দেবী দুর্গাকে বিদায় জানাতে ভক্তদের ভিড়। পুরনো ছবি। আলোকচিত্র: সুমন বাবু/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

পতেঙ্গা সমুদ্র সৈকতে দেবী দুর্গাকে বিদায় জানাতে ভক্তদের ভিড়। পুরনো ছবি। আলোকচিত্র: সুমন বাবু/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এরপর শুরু হয় প্রতিমা বিসর্জনের পালা, শুরু হয় মূলত পড়ন্ত বিকেলে। ঢাক, ঢোল, কাঁসার ঘণ্টাসহ নানান বাদ্যযন্ত্র বাজিয়ে ‘জয়, দুর্গামায়ের জয়’ ধ্বনি তুলে একের পর এক প্রতিমা ভাসিয়ে দেওয়া হয় সাগরে। এ সময়ে পতেঙ্গা সৈকতের বেলাভূমি কানায় কানায় ভরে উঠে। সন্ধ্যার পরেও চলে বিসর্জন।

পতেঙ্গা ছাড়াও চট্টগ্রামের কাট্টলী সমুদ্র সৈকত ও পারকী সমুদ্র সৈকতেও প্রতিমা বিসর্জন দিতে হাজারো পুন্যার্থী জড়ো হন দশমীর দিনে।

যাতায়াত ও থাকা

ঢাকা থেকে চট্টগ্রাম যেতে পারেন সড়ক, রেল কিংবা আকাশ পথে। ঢাকার ফকিরাপুল, কমলাপুর, সায়দাবাদ থেকে গ্রিনলাইন, সোহাগ, সৌদিয়া, টি আর, হানিফ ইত্যাদি পরিবহনের এসি বাস যায় চট্টগ্রামে। ভাড়া ১ হাজার থেকে ১ হাজার ২শ’ টাকা। এছাড়া এস আলম, সৌদিয়া, ইউনিক, শ্যামলী, হানিফ, ঈগল প্রভৃতি পরিবহনের নন এসি বাসের ভাড়া সাড়ে ৪শ’ থেকে সাড়ে ৫শ’ টাকা।

পতেঙ্গা সমুদ্র সৈকতে দেবী দুর্গাকে বিদায় জানাতে ভক্তদের ভিড়। পুরনো ছবি। আলোকচিত্র: সুমন বাবু/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

পতেঙ্গা সমুদ্র সৈকতে দেবী দুর্গাকে বিদায় জানাতে ভক্তদের ভিড়। পুরনো ছবি। আলোকচিত্র: সুমন বাবু/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রেল পথে ঢাকা-চট্টগ্রামের পথে মহানগর প্রভাতী ঢাকা ছাড়ে সকাল ৭টা ৪০ মিনিটে। চট্টলা এক্সপ্রেস সকাল ৯টা বিশ মিনিটে। মহানগর গোধুলী ঢাকা ছাড়ে বিকেল ৩টায়। সুবর্ণ এক্সপ্রেস ঢাকা ছাড়ে বিকেল ৪টা ২০ মিনিটে। তূর্ণা ঢাকা ছাড়ে রাত এগারোটায়। ভাড়া ১৬০-১ হাজার ৯৩ টাকা।

এছাড়া ঢাকা থেকে রিজেন্ট এয়ার, নভো এয়ার এবং ইউএস বাংলা এয়ারের বিমান চলাচল করে চট্টগ্রামে।

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে পতেঙ্গা সৈকত খুবই কাছে। শহর থেকে অটো রিকশায় যাওয়া যাবে পতেঙ্গা সৈকতে। ভাড়া ২শ’ থেকে আড়াইশ টাকা।

চট্টগ্রাম শহরের সব জায়গাতেই বিভিন্ন মানের হোটেল আছে। এসব হোটেলে ৮শ’ থেকে ৫ হাজার টাকায় ভালো মানের কক্ষ পাওয়া যাবে।