শারদীয় দুর্গোৎসব ১৪২১

দুর্গাপূজা উপলক্ষে সারাদেশেই বসছে পূজামণ্ডপ। সাজছে রঙিন সাজে।

মামুনুর রশীদ শিশিরবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Sept 2014, 02:13 PM
Updated : 29 Sept 2014, 03:12 PM

এ বছর শারদীয় দুর্গোৎসবে ঢাকায় তৈরি হয়েছে মোট ২২২টি পূজামণ্ডপ। এরমধ্যে নতুন মণ্ডপের সংখ্যা ৯টি, জানালেন ঢাকেশ্বরীর মহানগর সার্বজনীন পূজা কমিটির পূজাবিষয়ক সম্পাদক দিলিপ ঘোষ।

“ধর্ম যার যার, রাষ্ট্র সবার” এটাই এবারের দুর্গাপূজার স্লোগান।

এবারের পূজায় দর্শনার্থীদের নিরাপত্তার উপর বিশেষ নজর দিয়েছে মহানগর সার্বজনীন পূজা কমিটি।

এ বিষয়ে দিলিপ ঘোষ বললেন, "পূজা চলাকালীন সময়ে সকল মণ্ডপে থাকবে সার্বক্ষণীক পুলিশ নিরাপত্তা। এছাড়া প্রত্যেক মণ্ডপেই থাকবে পূজা কমিটির নিজেস্ব ১০জন সেচ্ছাসেবক। ঢাকেশ্বরীর কেন্দ্রীয় পূজামণ্ডপের সম্পূর্ণ মেলাঙ্গন ও আশপাশের এলাকায় থাকছে সিসি ক্যামেরার আওতাভুক্ত।"

এছাড়া ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ আয়োজনের মধ্যে থাকছে মহাসপ্তমীতে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ। আর দশমীতে হবে বিজয়া শোভাযাত্রা। রাজধানীর পলাশীর মোড় থেকে শুরু হয়ে শেষ হবে ওয়াইজ ঘাটে।

রাজধানীর পূজামণ্ডপের তালিকা ও ঠিকানা

চকবাজার থানা (৫টি)

১.শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির চকবাজার, ঢাকা। 

২.মহানগর সার্বজনীন পূজা কমিটি, শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গন, চকবাজার, ঢাকা।

৩.শ্রীশ্রী সার্বজনীন দুর্গাপূজা,১৯০, বংশীবাজার, শ্রী শ্রী রক্ষাকালী মন্দির, (মিটফোর্ড) চকবাজার, ঢাকা।

৪. শ্রীশ্রী স্বারঙ্গধরজিউ ও শ্রীশ্রী রঘুনাথ জিউদেব বিগ্রহ মন্দির, ৯৬, ৯৭, ৯৮/১ হরনাথ ঘোষ রোড, চকবাজার, ঢাকা।

৫. শ্রীশ্রী লক্ষ্নীবিগ্রহের মন্দির, শ্রী শ্রী সার্বজনীন দুর্গা পূজা কমিটি, ৪১, ইমামগঞ্জ বাজার লেন, চকবাজার, ঢাকা।  

লালবাগ থানা (৬টি)

১.শ্রী শ্রী সার্বজনীন দূর্গাপূজা, শ্রী শ্রী গিরি গোবর্দ্ধনধারী জিউ পঞ্চায়েত মন্দির, ১/২ পুস্পরাজ সাহা লেন, লালবাগ, ঢাকা।

২. শ্রীশ্রী রাধামাধব মন্দির ও শ্রী শ্রী দুর্গা মন্দির রক্ষনাবেক্ষন ও পরিচালনা কমিটি, ২৬০, লালবাগ রোড, ঢাকা।

৩. শ্রী শ্রী শিবমন্দির ও শ্রীশ্রী কালী মন্দির উন্নয়ন কমিটি, ৩২, নগর বেলতলী লেন, লালবাগ, ঢাকা।

৪. আজিমপুর সার্বজনীন শারদীয় দুর্গোৎসব, আজিমপুর সরকারি কলোনী, লালবাগ ঢাকা।

৫. শ্রীশ্রী রাধাবল­ভ জিউ বিগ্রহ মন্দির (রাম সাহার মঠ), ১৩৮, জগন্নাথ সাহা রোড, লালবাগ, ঢাকা

৬. শ্রীশ্রী শারদীয় দুর্গাপূজা উৎসব (নিজস্ব), শ্রীশ্রী চন্দ্রিমা পূজা মন্ডপ, ২৬৬, লালবাগ, ঢাকা-১২১১

হাজারীবাগ থানা (১১টি)

১. শ্রীশ্রী শিব মন্দির (নিমতলী), ২৪০,রায়েরবাজার, হাজারীবাগ, ঢাকা।

২. শ্রীশ্রী কালী মন্দির, ৭৫/২ শেরে বাংলা রোড়, হাজারীবাগ, ঢাকা।

৩. ঝিগাতলা শিব মন্দির, ৮০, ঝিগাতলা, হাজারীবাগ, ঢাকা।

৪. শ্রী শ্রী লক্ষী মন্দির , ২৪৪, বসিলা জেলে পাড়া, হাজারীবাগ, ঢাকা।

৫. নবাবগঞ্জ শিব মন্দির পূজা কমিটি, ৬৬, নিলাম্বর সাহা রোড, হাজারীবাগ, ঢাকা।

৬. শ্রী শ্রী দূর্গাপূজা মন্দির, ৪৯, ভাগলপুর লেন, কুমারটুলী, হাজারীবাগ, ঢাকা।

৭. শ্রীশ্রী দুর্গাপূজা মন্দির, ১১৯, ভাগলপুর লেন, হাজারীবাগ, ঢাকা।

৮. শ্রীশ্রী কালিমন্দির পরিচালনা কমিটি, ৩৫, ভাগলপুর লেন (চানপুর), হাজারীবাগ, ঢাকা।

৯. শ্রী শ্রী দূর্গা মন্দির (সমাজ কল্যাণ যুব সংঘ), সিটি কলোণী, হাজারীবাগ, ঢাকা

১০. শ্রীশ্রী কালী মন্দির, ৩০৮/১, পুলপাড়া, ঋষিপাড়া, জাফরাবাদ, রায়ের বাজার, মো:পুর, ঢাকা।

১১. শ্রী শ্রী দুর্গা মন্দির, ৩১০, পুলপাড় ঋষিপাড়া, জাফরাবাদ, রায়ের বাজার, মো:পুর, ঢাকা।

কোতয়ালি থানা (২১টি)

১. শ্রী শ্রী সার্বজনীন দূর্গা উৎসব, ৮১, ঝুলনবাড়ী রাধিকা মোহন বসাক লেন, কোতয়ালী, ঢাকা।

২. নব দূর্গাপূজা কমিটি, ১৮নং রাধিকা মোহন বসাক লেন, ঝুলনবাড়ী, কোতয়ালী, ঢাকা।

৩. শ্রীশ্রী রাধিকা মোহন বসাক লেন যুব সংঘ পূজা কমিটি৩১, রাধিকা মোহন, বসাক লেন, কোতয়ালী, ঢাকা।

৪. শ্রীশ্রী সার্বজনীন দূর্গা পূজা কমিটি, ৩৭নং রাধিকা মোহন বসাক লেন, ঝুলনবাড়ী, কোতয়ালী, ঢাকা।

৫. গোয়ালনগর পঞ্চায়েত পূজা কমিটি, গোয়ালনগর কুয়ার পাড়

কোতয়ালী, ঢাকা।

৬. উদীয়মান সূর্য সংঘ পূজা কমিটি, ৭২, তাঁতী বাজার, ঢাকা-১১০০।

৭. তাঁতী বাজার দূর্গা পূজা কমিটি, ১৭, তাঁতীবাজার, ঢাকা-১১০০।

৮. শ্রীশ্রী শিব মন্দির, কার্যনির্বাহী পরিষদ১৬, কোতয়ালী রোড, ঢাকা।

৯. পান্নিটোলা দূর্গাপূজা পঞ্চায়েত কমিটি, পান্নিটোলা, কোতয়ালী, ঢাকা।

১০, প্রতিদ্বন্দ্বি দূর্গাপূজা কমিটি, ১৩৬, শাঁখারী বাজার, ঢাকা।

১১. শ্রীশ্রী মহাকাল শিব বিগ্রহ ও শ্রীশ্রী কালী বিগ্রহ মন্দির , ১৩৫, শাঁখারী বাজার, ঢাকা।

১২. রমাকান্ত— নন্দী লেন দূর্গাপূজা কমিটি, রমাকান্ত— নন্দী লেন, কোতয়ালী, ঢাকা।

১৩. শ্রীশ্রী সার্বজনীন নতুন কুঁড়ি দূর্গা পূজা কমিটি, ২৩, শাঁখারী বাজার, ঢাকা-১১০০।

১৪. দূর্গাবাড়ী পূজা কমিটি, ২৫, শাখারী বাজার, ঢাকা।

১৫. সূর্য তারা পূজা কমিটি, ১২৫ শাখারীবাজার, কোতয়ালী, ঢাকা।

১৬. নব কল্লোল দূর্গাপূজা কমিটি, ৪৩, শাঁখারী বাজার, ঢাকা।

১৭. সংঘ মিত্র পূজা কমিটি, ৫৬, শাঁখারী বাজার, ঢাকা।

১৮. নববানী পূজা কমিটি, ৯, শাখারী বাজার, ঢাকা।

১৯. শ্রীশ্রী রাধা মাধব জিউ বিগ্রহ মন্দির, শারদীয় দূর্গাউৎসব পূজা কমিটি, ১০/১  কৈলাশ ঘোষ লেন, কোতয়ালী, ঢাকা।

২০. শ্রীশ্রী কালাচাঁদ বিগ্রহ স্টেট, ১৪নং শাখারী বাজার

২১. শ্রীশ্রী সার্বজনীন পূজা কমিটি, ৮৭/১, তাঁতীবাজার, কোতয়ালী, ঢাকা

বংশাল থানা (২টি)

১. শ্রীশ্রী সার্বজনীন দুর্গা পূজা কমিটি, ২৫নং আগাসাদেক রোড সিটি কলোনী, বংশাল, ঢাকা।

২. শ্রীশ্রী শারদীয় দূর্গা পূজা কমিটি, প্রতিষ্ঠাতা দেবী চরণ কুঞ্জমান, ২৫নং আগাসাদেক রোড সিটি কলোনী (পুরাতন বিল্ডিং সংলগ্ন), বংশাল, ঢাকা।

সুত্রাপুর থানা (২৪টি)

১. আর্য্য সংঘ সার্বজনীন পূজা কমিটি, ৮/২, রূপচান দাস লেন, সূত্রাপুর, ঢাকা।

২. গৌতম মন্দির সার্বজনীন পূজা কমিটি, ২৬, আর.এম. দাস রোড, সূত্রাপুর, ঢাকা।

৩. নর্থব্রুক হল রোড সার্বজনীন পূজা কমিটি, ৪৮, নর্থব্রুক হল রোড,(জমিদার বাড়ি) সূত্রাপুর, ঢাকা।

৪. মালাকারটোলা সার্বজনীন পূজা কমিটি, ২৪/১, মালাকারটোলা, সূত্রাপুর, ঢাকা।

৫. সম্মিলনী সার্বজনীন পূজা কমিটি, বিহারী লাল জিউ মন্দির, ২৭. বি.কে. দাস রোড, ফরাসগঞ্জ, ঢাকা।

৬. সবুজ স্বপ্ন সংঘ, ৮৭/২, পাতলা খান লেন (মোড়) সূত্রাপুর, ঢাকা।

৭. বাংলাবাজার দুর্গোৎসব সমিতি, ৩নং হরিশ্চন্দ্র বসু ষ্ট্রীট বাংলাবাজার, সূত্রাপুর, ঢাকা।

৮. শ্রীশ্রী মদন মোহন গৌর নিতাই দেব বিগ্রহ মন্দির , ৩২, হেমন্দ্র দাস রোড, সূত্রাপুর, ঢাকা।

৯. নরসিংহ জিউর মন্দির পূজা পরিষদ, ৯, শ্যামা প্রসাদ চৌধুরী লেন, সূত্রাপুর,ঢাকা।

১০. সুপার সাইন পূজা কমিটি, ২০নং আর.এম. দাস রোড,

সূত্রাপুর, ঢাকা।

১১. গকুল রায় ট্রাস্টি স্ট্রেট দূর্গাপূজা কমিটি, ৩১, ফরাশগঞ্জ রোড, সূত্রাপুর, ঢাকা।

১২. হেমেন্দ্র নবীন সংঘ, ৪৮, হেমেন্দ্র দাস রোড, সূত্রাপুর, ঢাকা।

১৩. শ্রীশ্রী সীতানাথ জিউ বিগ্রহ মন্দির পূজা কমিটি, ৯০-৯১, ঋষিকেশ দাস রোড, সূত্রাপুর, ঢাকা।

১৪. একরামপুর সার্বজনীন পূজা কমিটি, ১২৬, ঋষিকেশ দাস রোড, সূত্রাপুর, ঢাকা।

১৫. কলুটোলা সার্বজনীন পূজা কমিটি, ৪০/৩, জাষ্টিস লালমোহন সাহা স্ট্রীট,

সূত্রাপুর, ঢাকা।

১৬. একতা সংঘ পূজা কমিটি, ২৯/১, বি.কে. দাস রোড, ফরাশগঞ্জ, সূত্রাপুর, ঢাকা।

১৭. নবদিগন্ত সার্বজনীন পূজা কমিটি, মদন সাহা লেন, সূত্রাপুর, ঢাকা।

১৮. ঋষিকেশ দাস রোড পূজা কমিটি, ১২২, ঋষিকেশ দাসরোড, সূত্রাপুর, ঢাকা।

১৯. শ্রীশ্রী কালীঘাটের শিব মন্দির, ভুসির গলি, ৯৫, আর.এম. দাস রোড, সূত্রাপুর।

২০. শ্রী শ্রী সার্বজনীন বানিয়ানগর দামপাড়া পূজা কমিটি, ৩৯/১,বানিয়া নগর দাম পাড়া সূত্রাপুর,ঢাকা

২১, শ্রীশ্রী ফরাজগঞ্জ রোড শিব মন্দির পূজা কমিটি, ৯নং ফরাজগঞ্জ রোড, শ্যামবাজার, সুত্রাপুর, ঢাকা।

২২. ঠাকুর দাস লেন সার্বজনীন পূজা কমিটি, ৫, ঠাকুর দাস লেন (একরামপুর মোড়), ঢাকা-১১০০।

২৩. নীল পদ্ম সার্বজনীন পূজা কমিটি, ৪/২, হৃষিকেশ দাস রোড (ডালপট্টির মোাড়), সূত্রাপুর, ঢাকা।

২৪. আবির্ভাব সার্বজনীন পূজা কমিটি (নতুন), ২৩, মালাকার টোলা, সূত্রাপুর, ঢাকা ১১০০।

ওয়ারি থানা (১৫টি)

১. শ্রীশ্রী রামকৃষ্ণ মঠ ও মিশন, ২৭ আর.কে.মিশন রোড, সূত্রাপুর, ঢাকা।

২. দক্ষিন মৈশুর, পূজা কমিটি, ৪ নং ভজহরি সাহা স্ট্রিট, ওয়ারী, ঢাকা।

৩. শ্রী শ্রী ভোলাগিরি আশ্রম ও প্রণব মঠ পূজা কমিটি ১২, কে.এম. দাস লেন, টিকাটুলি।

৪. শ্রী শ্রী শীতলা মায়ের মন্দির, ২৬নং মহাজনপুর লেন, ওয়ারী, ঢাকা।

৫. শ্রীশ্রী সার্বজনীন দূর্গাপূজা, রামসীতার মন্দির, ১৯, জয়কালী মন্দির রোড, ওয়ারী, ঢাকা।

৬. শ্রী শ্রী ভগবতী দুর্গা মন্দির, ৮৬, বি.সি.সি রোড, ওয়ারী, ঢাকা।

৭. তর“ন সংসদ পূজা কমিটি, ৪৯, বনগ্রাম রোড, ওয়ারী, ঢাকা।

৮. শ্রী শ্রী ভগবত মন্দির, ৪৮, নবেন্দ্র নাথ বসাক লেন, ওয়ারী, ঢাকা।

৯. আদি মরণ চাঁদ ঘোষ এন্ড সন্স পূজা কমিটি, ১৮, নবাবপুর, রথখোলা সূত্রাপুর, ঢাকা।

১০. গন্ধ বণিক বান্ধব সমিতি ও সার্বজনীন পূজা কমিটি, ২৪, উত্তর মৈশুন্ডী, ওয়ারী, ঢাকা।

১১. শ্রী শ্রী সার্বজনীন দুর্গা পূজা কমিটি,৫, ভজহরি সাহা ষ্ট্রীট, ওয়ারী, ঢাকা।

১২. শ্রী শ্রী পঞ্চানন শিব মন্দির, ঠাটারী বাজার, ডি.সি.সি. রোড, ওয়ারী, ঢাকা।

১৩. শ্রী শ্রী রাধাকান্ত ও জনার্ধন জিউ বিগ্রহ মন্দির ২২২, লালমোহন সাহা সবট্রীট, দক্ষিণ মৈশুÊি, ওয়ারী, ঢাকা।

১৪. ওয়ারী সার্বজনীন উদযাপন পূজা কমিটি, চন্দ্র মোহন বসাক লেন, ওয়ারী, ঢাকা।

১৫. শ্রী শ্রী চৈতন্য দুর্গামন্ডপ, ১৩/২, অভয় দাস লেন, টিকাটুলি, ঢাকা ১২০৩।

গেন্ডারিয়া থানা (১৩টি)

১. শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দির, ৮৪/১, স্বামীবাগ রোড, গেন্ডারিয়া, ঢাকা-১১০০।

২. শ্রী শ্রী শিবমন্দির, ৪৫/২, শরৎগুপ্ত রোড, দয়গঞ্জ চৌরা¯—া, ঢাকা

৩. শ্রীশ্রী গৌর মন্দির, ঋষিপাড়া সার্বজনীন পূজা কমিটি, ৪০, মনির হোসেন লেন, গেন্ডারিয়া,ঢাকা।

৪. শ্রী শ্রী সার্বজনীন দূর্গাপূজা কমিটি, নারিন্দা পশ্চিম প্রভাতী সংসদ, ১৬/এ, শাহ সাহেব লেন, গেন্ডারিয়া, ঢাকা।

৫. শ্রী শ্রী ইয়ারাব্রহ্মা হেনন্দ্রী শিব মন্দির, ধর্মসেবা হিন্দু তেলেগু সমাজ দূর্গাপূজা, স্বামীবাগ ওয়ারী, সুইপার কলোনী গেণ্ডরিয়া, ঢাকা।

৬. শ্রী শ্রী রাম মন্দির ও শ্রীশ্রী দুর্গাপূজা কমিটি, ঢাকা সিটি কর্পোরেশন, ৩নং তেলুগু কলোনী, গেন্ডারিয়া, ঢাকা।

৭. তরুন সংঘ সার্বজনীন পূজা কমিটি, ৭১, শাহ্ সাহেব লেন, নারিন্দা, গেন্ডারিয়া ঢাকা।

৮. নারিন্দা নব তরুন সংসদ পূজা কমিটি, ৩, শাহ্ সাহেব লেন, নারিন্দা, গেন্ডারিয়া, ঢাকা।

৯. শ্রী শ্রী নারিন্দা গজানন সংঘ পূজা কমিটি, ৬০, শাহসাহেব লেন, নারিন্দা, গেন্ডারিয়া, ঢাকা।

১০. শ্রী শ্রী সার্বজনীন পূজা কমিটি, শ্রী শ্রী যমুনামাঈ আশ্রম, ৮২, ঢালকা নগর লেন, গেন্ডারিয়া, ঢাকা।

১১. শ্রী শ্রী লহ্মীনারায়ন সেবা সংঘ, ৩০, কালীচরণ সাহা রোড, ফরিদাবাদ, গেন্ডারিয়া,ঢাকা

১২. প্রতিধ্বনি সংঘ, ২০/২, কালীচরণ সাহা রোড

ফরিদাবাদ, গেন্ডারিয়া, ঢাকা।

১৩. বিকেকানন্দ সেবা সংঘ, ১০, কালীচরণ সাহা রোড,

ফরিদাবাদ, গেন্ডারিয়া, ঢাকা।

কদমতলী থানা (৭টি)

১. শ্রী শ্রী শনির মন্দির, শনি আখড়া , কদমতলী, ঢাকা।

২. শ্রীশ্রী বঙ্ক বিহারী রাধারাণী মন্দির, শ্যামপুর পাল পাড়া দুর্গা পূজা উদ্যাপন পরিষদ, পাল পাড়া কদমতলী, ঢাকা।

৩. শ্রী শ্রী শ্যামপুর বরইতলা দূর্গা মন্দির, শ্যামপুর বরইতলা, পালপাড়া, কদমতলী, ঢাকা।

৪. শ্রী শ্রী আনন্দময়ী কালী মন্দির, পূর্ব জুরাইন ঋষি উত্তরপাড়া, ঢাকা।

৫. শ্রী শ্রী রাম লক্ষন জিউ ও শঙ্কর সাধুর মন্দির, জুরাইন কদমতলী, ঢাকা-১২০৪।

৬. শ্রী শ্রী গৌর চৈতন্য মন্দির পূজা উন্নয়ন কমিটি, পূর্ব জুরাইন, পশ্চিম ঋষিপাড়া, কদমতলী, ঢাকা।

৭. শ্রী শ্রী কালী মাতা মন্দির, ৬৪৪ পূর্ব জুরাইন ঋষিপাড়া, কদমতলী, ঢাকা।

শ্যামপুর থানা (৬টি)

১. একতা ডোম সমাজ যুব পূজা কমিটি, পোস্তগোলা, জাতীয় শশ্মানঘাট, ফরিদাবাদ, শ্যামপুর, ঢাকা।

২. শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ মন্দির, ৪, নবীন চন্দ্র গো¯^ামী রোড, শ্যামপুর, ঢাকা।

৩. ফরিদাবাদ সার্বজনীন দুর্গাপূজা কমিটি, ৩৩, লালমোহন পোদ্দার লেন,

ফরিদাবাদ,শ্যামপুর, ঢাকা।

৪. শ্রী শ্রী সার্বজনীন দূর্গাপূজা ও কালীপূজা কমিটি, ১নং লাল মোহন পোদ্দার লেন,

ফরিদাবাদ, শ্যামপুর, ঢাকা।

৫.  শ্রী শ্রী মা কালী মন্দির , পশ্চিম ধোলাইপাড় ,সিও অফিস সংলগ্ন,ঢাকা

৬. শ্রী শ্রী রাধা প্রীতি জিউ মন্দির, পোস্তগোলা, জাতীয় শশ্মানঘাট, ফরিদাবাদ, শ্যামপুর, ঢাকা।

ডেমরা থানা (১০টি)

১. দেইল্যা পশ্চিম পাড়া পূজা উদযাপন কমিটি, বুড়াবুড়ি সেবা আশ্রম ও দুর্গা মন্দির, দেইল্যা পশ্চিম পাড়া, ডেমরা, ঢাকা।

২. দেইলা পূর্বপাড়া দুর্গাপূজা উদযাপন কমিটি, দেইলা পূর্বপাড়া, ডেমরা, ঢাকা।

৩. শ্রী শ্রী কালীমাতা মন্দির পূজা উদযাপন ও পঞ্চায়েত কমিটি, পূর্ব বক্সনগর সার“লিয়া ইউনিয়ন ডেমরা, ঢাকা।

৪. সারুলিয়া ইউনিয়ন সেলুন মলিক সমিতি আয়োজিত সার্বজনীন পূজা উদযাপন কমিটি, ধার্মিকপাড়া, ডেমরা, ঢাকা।

৫. সুধারাম বাউল সেবাশ্রম পূজা উদযাপন কমিটি, কায়েতপাড়া, ডেমরা, ঢাকা।

৬. কায়েত পাড়া অচ্যূত সার্বজনীন পূজা কমিটি, ডেমরা, ঢাকা।

৭.ধার্মিক পাড়া সার্বজনীন পূজা উদযাপন কমিটি,সারুলীয়া সার্বজনীন পূজা উদযাপন কমিটি, মাতৃসেবা সংঘ কোনাপাড়া, সারুলিয়া, ডেমরা, ঢাকা।

৮. শ্রী শ্রী দুর্গা মন্দির (পূর্বপাড়া) সার্বজনীন পূজা উদযাপন কমিটি, ডগাইর (বটতলা), ডেমরা, ঢাকা।

৯. শ্রী শ্রী মা জাগরণী পূজা উদযাপন কমিটি, কায়েতপাড়া, ডেমড়া, ঢাকা।

১০.কায়েতপাড়া নরাইপুর সার্বজনীন পূজা উদযাপন কমিটি, নরাইপুর, হিন্দুপাড়া ডেমরা।

যাত্রাবাড়ি থানা (৬টি)

১. শ্রী শ্রী শিব মন্দির (ঘট পূজা), ১৪, ধলপুর, তেলেগু কলোনী, যাত্রাবাড়ী, ঢাকা।

২. শ্রীশ্রী রক্ষাকালী মন্দির, ২২, দয়াগঞ্জ জেলেপাড়া, যাত্রাবাড়ী, ঢাকা।

৩. শ্রী শ্রী রক্ষাকালী মন্দির, যাত্রাবাড়ী জেলে পাড়া, শহীদ ফারুক বাইলেন, ২য় গলি­, নবীনগর, যাত্রাবাড়ী, ঢাকা।

৪. কাজলার পাড় দুর্গা মন্দির, যাত্রাবাড়ী, ঢাকা।

৫. মাতৃভক্ত সেবা সংঘ, কোনাপাড়া, (মান্নান স্কুলের পিছনে) যাত্রা বাড়ী, ঢাকা।

৬. কাজলার পাড় মাতৃসংঘ পূজা কমিটি (নতুন), কাজলার পাড়, যাত্রাবাড়ী, ঢাকা।

সবুজবাগ ও শাহজাহানপুর থানা (৭টি)

১. রাজারবাগ পূজা উদযাপন কমিটি, ২৮নং ওয়ার্ড, সবুজবাগ, ঢাকা।

২. শ্রী শ্রী বরদেশ্বরী কালীমাতা ও শ্মশান কমিটি, রাজারবাগ, সবুজবাগ, ঢাকা।

৩. সনাতন ছাত্র ও সমাজ কল্যাণ সংঘ, মায়াকানন মুগদা সরকারি হাসপাতালের পিছনে, সবুজবাগ, ঢাকা।

৪. সবুজবাগ সার্বজনীন দূর্গা পূজা উদযাপন কমিটি, বাসাবো, বালুর মাঠ, সবুজবাগ, ঢাকা।

৫.দক্ষিন গাঁও দাসপাড়া হরি সভা মন্দির পরিচালনা ও উন্নয়ন কমিটি, দক্ষিন গাঁও, সবুজবাগ, ঢাকা।

৬. শ্রী শ্রী সার্বজনীন দুর্গা মন্ডপ, উদয়ন যুব সংঘ, গোপীবাগ, রেল ওয়ে কলোনী, দক্ষিণ কমলাপুর, টিটিপাড়া, ঢাকা

৭. সার্বজনীন পূজা উদযাপন কমিটি, শাজাহানপুর রেলওয়ে কলোনী, ঢাকা।

মুগদা থানা (৪টি)

১. শ্রী শ্রী দুর্গাপূজা উদযাপন পরিষদ, মাণ্ডা হিন্দুপাড়া, মুগদা, ঢাকা।

২. শ্রী শ্রী রক্ষাকালী মন্দির, ২৭নং কাজীরবাগ ঋষিপাড়া, যাত্রাবাড়ী, ঢাকা।

৩. শ্রী লক্ষী কান্ত— সাধুর দূর্গা মন্দির, ৩৪নং কাজিরবাগ ঋষিপাড়া, যাত্রাবাড়ী, ঢাকা।

৪. সূর্যসেনা দুর্গা মন্দির, ৫২, কাজীরবাগ, যাত্রাবাড়ী, ঢাকা।

মতিঝিল থানা(১টি)

১. শ্রী শ্রী দুর্গা মন্দির, আরুনিমা জনকল্যাণ দেবালয় পূজা কমিটি, এজিবি কলোনী (হিন্দু পাড়া), মতিঝিল, ঢাকা।

রামপুরা থানা (১টি)

১.শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভু মন্দির, ৪৪৯, পশ্চিম রামপুরা, রামপুরা, ঢাকা-১২১৯।

খিলগাও থানা (৪টি)

১. মেরাদিয়া শ্রীশ্রী সার্বজনীন দূর্গা মন্দির, বুড়াবুড়ি আশ্রম (মন্দির), মেরাদিয়া, খিলগাঁও, ঢাকা-১২০৯।

২. শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির ও কালী মন্দির , ইদার কান্দি খিলগাঁও, ঢাকা।

৩. শ্রীশ্রী দুর্গা মন্দির, ইদার কান্দি, খিলগাঁও, ঢাকা।

৪. শ্রী শ্রী দেব মন্দির, জোর পুকুর পাড়, খিলগাঁও, ঢাকা।

বাড্ডা থানা (৯টি)

১. শ্রী শ্রী মহাদেব আশ্রম ও কালী মন্দির , নিমতলা, পূর্ব মেরুল, বাড্ডা, ঢাকা-১২১২।

২. শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির, পূর্ব বাড্ডা,(ডি.আই.টি. বিল্ডিং),বাড্ডা, ঢাকা।

৩. শ্রী শ্রী সার্বজনীন দূর্গা মন্দির, সাতারকুল, মেরুল, বেরাইদ রোড, বাড্ডা, ঢাকা-১২১২।

৪. শ্রী শ্রী বড় বেরাইদ পশ্চিম ঋষিপাড়া কালী মন্দির, বড় বেরাইদ, বাড্ডা, ঢাকা।

৫. শ্রী শ্রী বড় বেরাইদ মধ্য ঋষিপাড়া কালী মন্দির, বড় বেরাইদ, বাড্ডা, ঢাকা ১২১২।

৬. শ্রী শ্রী বড় বেরাইদ হাউজাল ঋষি পাড়া কালী মন্দির, বড় বেরাইদ, বাড্ডা, ঢাকা।

৭. শ্রী শ্রী বেরাইদ দাসপাড়া কালী মন্দির, বেরাইদ দাসপাড়া,  বাড্ডা, ঢাকা।

৮. পাঁচখোলা শ্রীশ্রী সার্বজনীন দূর্গা মন্দির, বাড্ডা, ঢাকা-১২১২

৯. পাঁচখোলা শ্রীশ্রী কালী মন্দির, পাঁচখোলা ,বাড্ডা, ঢাকা-১২১২

ভাটারা থানা (৪টি)

১. শ্রী শ্রী কালী মাতা মন্দির , ভাটারা নতুন বাজার, ভাটারা, ঢাকা-১২১২।

২. শ্রী শ্রী দুর্গা মন্দির, কাঠালদিয়া, ভাটারা, ঢাকা ১২১২।

৩. শ্রী শ্রী দূর্গা মন্দির, ১৭ নং ওয়ার্ড হিন্দুকল্যাণ পরিষদ, জোয়ার সাহারা ,ভাটারা, ঢাকা ১২১২।

৪. শ্রী শ্রী বসুন্ধরা সার্বজনীন পূজা কমিটি, বসুন্ধরা, ভাটারা, ঢাকা ১২১২।

গুলশান ও বনানি (৮টি)

১. গুলশান-বনানী সার্বজনীন পূজা উদযাপন পরিষদ, ২৭নং রোড় সংলগ্ন বনানী মাঠ, ঢাকা।

২. কালা চাঁদপুর হিন্দু ঐক্য সমাজ, কালা চাঁদপুর, গুলশান, ঢাকা।

৩. শ্রী শ্রী রক্ষাকলী মন্দির, মহাখালী  জাতীয় বক্ষব্যাধি ইনষ্টিটিউট ও হাসপাতাল, মহাখালী, বনানী, ঢাকা।

৪. শ্রী শ্রী হিন্দু সমাজকল্যান সমিটি, পাবলিক হেলথ কমপাউন্ড, মহাখালী, বনানী, ঢাকা।

৫. আই.ডি. হাসপাতাল শ্রীশ্রী সার্বজনীন দুর্গা পূজা কমিটি, মহাখালী, সাততলা, বনানী, ঢাকা ১২১২।

৬. টেমুড় মোড় সার্বজনীন পূজা কমিটি, তেমুড় মোড়, সাততলা, মহাখালী, বনানী, ঢাকা।

৭. মহাখালী দক্ষিণপাড়া পূজা উদযাপন পরিষদ, মহাখালী, বনানী, ঢাকা-১২১৩

৮. বিটিসিএল সার্বজনীন পূজা উদযাপন পরিষদ, বিটিসিএল আ/এ, কড়াইল, রোড-৫, বনানী, ঢাকা-১২১৩।

খিলক্ষেত থানা (৪টি)

১. লেক সিটি কনকর্ড সার্বজনীন পূজা কমিটি, লেক সিটি কনকর্ড, খিলক্ষেত, ঢাকা।

২. খিলক্ষেত সনাতন সেবা সংঘ দূর্গাৎসব পূজা কমিটি, খিলক্ষেত খাঁ পাড়া মোহাম্মদিয়া গার্মেন্ট সংলগ্ন, খিলক্ষেত, ঢাকা।

৩. শ্রী শ্রী ডুমনি কালী মন্দির, ডুমনি, খিলক্ষেত, ঢাকা।

৪. খিলক্ষেত সনাতন সমাজ কল্যাণ সংঘ, খিলক্ষেত, ঢাকা।

তেজগাঁও থানা (৪টি)

১. সনাতন সমাজকল্যাণ সংঘ, কৃষিবিদ ইনষ্টিটিউশন, খামারবাড়ী, ফার্মগেট, তেজগাঁও, ঢাকা।

২. শ্রী শ্রী মোহনা সামাজিক সংঘ, ফার্ম সরকারী প্রাথমিক বিদ্যালয় , মনিপুরী পাড়া তেজগাঁও, ঢাকা।

৩. শাহীনবাগ সার্বজনীন পূজা উদযাপন কমিটি, বিমান বন্দর আবাসিক এলাকা, শাহিনবাগ, তেজগাঁও, ঢাকা-১২১৫।

৪. শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির, পুরাতন বিমান বন্দর আবাসিক এলাকা, তেজগাঁও, ঢাকা।

শেরে বাংলা নগর থানা (৩টি)

১. পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মন্দির, পিডবি­উডি তেলেগু কলোনী, শেরেবাংলা নগর, ঢাকা।

২. শ্রী শ্রী মাতৃ মন্দির , কৃষি বিশ্ববিদ্যালয়, বটতলা, শেরে বাংলা নগর, ঢাকা।

৩.আগারগাঁও তালতলা পূজা উদযাপন পরিষদ, আগারগাঁও তালতলা সরকারি কলোনী, সেরেবাংলা নগর, ঢাকা-১২০৭।

শাহবাগ থানা (২টি)

১. জগন্নাথ হল সার্বজনীন পূজা কমিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়, রমনা, ঢাকা।

২. শ্রী রমনা কালী মন্দির ও শ্রীমা আনন্দমীয় আশ্রম, শাহবাগ, ঢাকা।

রমনা থানা (২টি)

১.শ্রী শ্রী সিদ্ধেশ্বরী সার্বজনীন পূজা কমিটি, সিদ্ধেশ্বরী, রমনা, ঢাকা।

২.শ্রী শ্রী দুর্গাপূজা, ১৬-১৭ আহম্মদ ভিলা, সিদ্ধেশ্বরী লেন, ঢাকা।

ধানমন্ডি থানা (১টি)

১.ধানমন্ডি সার্বজনীন পূজা উদযাপন কমিটি, কলাবাগান ক্রীড়াচক্র মাঠ, ধানমন্ডি, ঢাকা।

মোহাম্মদপুর থানা (৬টি)

১. রায়ের বাজার কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটি, শ্রী শ্রী মহাপ্রভু আখড়া মন্দির, ১১১/১, শেরেবাংলা রোড, রায়ের বাজার, মোহাম্মদপুর, ঢাকা।

২. শ্রী শ্রী দূর্গা মন্দির, ৫৩, জাফরাবাদ, রায়ের বাজার মোহাম্মদপুর, ঢাকা।

৩. শ্রী শ্রী সার্বজনীন দূর্গা কমিটি, পুলপাড় শ্রী শ্রী কালীমন্দির, ৩২১, জাফরাবাদ, রায়ের বাজার, ঢাকা।

৪. শ্রী শ্রী বাঁশবাড়ী সার্বজনীন মন্দির, ৩৮/ জি বাঁশবাড়ি রোড, মোহাম্মদপুর, ঢাকা ১২০৭।

৫. বাঁশবাড়ী সার্বজনীন পূজা মণ্ডপ, ১৬/ই, বাঁশবাড়ী, মোহাম্মদপুর, ঢাকা।

৬. শ্রী শ্রী দুগাপূজা কমিটি, ১১ সুলতানগঞ্জ, রায়ের বাজার, ঢাকা।

দারুস সালাম ও গাবতলী থানা (৮টি)

১.শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মাতা মন্দির, মিরপুর বড় বাজার, গাবতলী, দারুস সালাম।

২. শ্রী শ্রী কালী মন্দির, সেবা সংঘ আনন্দনগর, উত্তর ঋষিপাড়া, দারুসসালাম, ঢাকা।

৩. শ্রী শ্রী রক্ষাকালী মাতা মন্দির, কোর্টবাড়ী, পর্বতী সিনেমা হলের পূর্বপাশে মিরপুর, দারুস সালাম, ঢাকা।

৪. শ্রী শ্রী দুর্গা মন্দির, বাগবাড়ী দক্ষিণ ঋষিপাড়া, মিরপুর, দারুসসালাম, ঢাকা।

৫. শ্রী শ্রী কালীমাতা সেবা সংঘ, কোর্টবাড়ী, বারআনী পাড়া, দারুস সালাম, ঢাকা।

৬. শ্রী শ্রী কালীমাতা মন্দির, কোর্টবাড়ী নামাপাড়া কোর্টবাড়ী, দার“স সালাম, ঢাকা।

৭. শ্রী শ্রী শিব মন্দির, বেরীবাঁধ, সিটি কলোনী, গাবতলী দারুসসালাম, ঢাকা-১২১৬।

৮. হরিরামপুর সার্বজনীন শ্মশানঘাট (নতুন), বড়বাজার, গাবতলী, ঢাকা।

মিরপুর থানা (৩টি)

১. মিরপুর সার্বজনীন কেন্দ্রীয় মন্দির, সেকশন -২, মিরপুর, ঢাকা।

২. বি আর পি সার্বজনীন পূজা কমিটি, ৩ নং ধামালকোট, ভাষানটেক, মিরপুর-১৫।

৩. পাইকপাড়া সরকারি ‘ডি’ টাইপ কোয়ার্টাস পূজা উদযাপন পরিষদ, মিরপুর-১ ঢাকা।