নবমীর সাজ

মন্দিরে ঘণ্টা বেজে উঠলে তালে তালে মাথা দোলায় কাশফুলের দল। আশেপাশে ঢাকগুড়গুড় শব্দে বেজে ওঠে ঢাকের বাদ্য। এমন আয়োজন মনে করিয়ে দেয়, পূজা এসেছে।

লাইফস্টাইল ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Sept 2014, 09:59 AM
Updated : 28 Sept 2014, 10:00 AM

নবমীর সাজ নিয়ে জানাচ্ছেন শিবানিজ অ্যারোমা বিউটি সেলুনের রূপবিশেষজ্ঞ শিবানী দে।

নবমীর দিনে অন্যান্য দিনের মতোই সাজতে পারেন। তবে দিনের সাজে স্বাভাবিকতা বজায় রাখতে ভুলবেন না।

নবমীতে হয় সান্ধ্য পূজা। তাই সবাই সন্ধ্যার পরই মন্দিরে যান। আর সন্ধ্যার পর বলেই এদিন অনেকটা পার্টি সাজে সাজেন সবাই। ভারি গয়না, রং-বৈচিত্র্যপূর্ণ পোশাক, ভারী মেইকআপ, চুলের সাজ, তাজাফুল এদিনের সাজের অনুষঙ্গ।

নবমীর রাতের সাজটা চাই জমকালো। ফাউন্ডেশন লাগিয়ে এর উপর ফেইস পাউডার লাগিয়ে নিন।

চোখের উপর শাড়ির রংয়ের সঙ্গে মিল রেখে আইশ্যাডো লাগিয়ে নিন। এর উপর হাইলাইট করুন গোল্ডেন রং দিয়ে।

দিনের বেলায় জমকালো ভাবের পাশাপাশি চাই ‘ন্যাচারাল লুক’।

আঙুলে বড় পাথরের আংটি। গলায় ও কানে পাথরের গয়না। পারফিউম ব্যবহার করুন।

চোখের বাইরের কোণে অ্যাশ রং দিয়ে স্মাঞ্জ করে নিন। চোখে মোটা করে কাজল পরুন। মাশকারা পরুন কয়েক পরত করে। তাহলে ঘন লাগবে আইলেশ।

ব্লাশন দিন গাঢ় করে। ঠোঁটে লিপস্টিক গাঢ় রংয়ের হলে ভালো লাগবে। কপালে বড় লাল টিপ বা শাড়ির রংয়ের সঙ্গে মিল রেখে টিপ দিতে পারে। সিঁথিতে সিঁদুর পরুন।

আঙুলে বড় পাথরের আংটি। গলায় ও কানে পাথরের গয়না। পারফিউম ব্যবহার করুন।

শাড়ির সঙ্গে চুলের সাজ হতে পারে ব্লো আইরন, কারলিং, স্পাইরাল রিং, রিং বান, ফ্রেঞ্চ বেণী, অথবা খোঁপা। চুলে পরুন বেলিফুলের মালা বা জারবেরা অথবা কাঠ গোলাপ।

মেইকআপ: শিবানী দে।

মডেল: মিটমিটি চক্রবর্তি, নবনীতা দাস।

আলোকচিত্র: ডিউক চৌধুরী।