চোখের মেইকআপ তুলতে নারিকেল তেল

স্পর্শকাতর ত্বকে মেইকআপ রিমুভিংয়ের ক্ষেত্রে প্রায়ই বেগ পেতে হয়। আবার চোখের চারপাশের ত্বক আরও বেশি সংবেদনশীল। তাই চোখের মেইকআপ উঠাতে অনেক বেশি সতর্ক থাকতে হয়।

কামরুন নাহার সুমিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Sept 2014, 01:09 PM
Updated : 21 Sept 2014, 01:09 PM

আবার এ ধরনের ত্বকে সঠিকভাবে মেইকআপ উঠাতে না পারলে যেমন নানান রকম ক্ষতি হতে পারে তেমনি মেইকআপ রিমুভিংয়ের জন্য ব্যবহৃত লোশনটি ত্বকের সঙ্গে মানানসই না হলেও সমস্যা হতে পারে।

তবে এ ধরনের ত্বকের ক্ষেত্রে মেইকআপ রিমুভিংয়ে দারুণ কার্যকর নারিকেল তেল। রূপচর্চা বিষয়ক একটি ওয়েবসাইটে চোখের মেইকআপ উঠানোর জন্য নারকেল তেল ব্যবহার নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

ত্বকের নমনীয়তা বাড়াতে এবং চুলের যত্নে নারিকেল তেলের ব্যবহার চলে আসছে দীর্ঘদিন ধরে। তবে মেইকআপ উঠানোর ক্ষেত্রেও যে এই তেল দারুণ কার্যকর তা অনেকেরই জানা নেই।

চোখের মেইকআপ তুলতে তুলার বল বা প্যাডে খানিকটা নারিকেল তেল নিয়ে চোখের উপরে ও নীচে আলতো করে ঘষলেই মেইকআপ উঠে আসবে। আর মেইকআপ উঠানোর পর তেলটি ধুয়ে না ফেলে হালকা মুছে ঘুমালে ত্বকের নমনীয়তাও বজায় থাকবে।