বিবাহবিচ্ছেদের পরামর্শে যা বলবেন না

মানুষ পরামর্শ দেয়, পরামর্শ নেয়। আপনি হয়ত ভালো পরামর্শদাতা। তবে কোনও কোনও ক্ষেত্রে পরামর্শ খুবই হতাশাজনক হতে পারে।

লাইফস্টাইল ডেস্কআইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Sept 2014, 08:57 AM
Updated : 19 Sept 2014, 08:57 AM

বিশেষ করে যিনি বিবাহবিচ্ছেদের দিকে যাচ্ছেন। এমন কেউ আলাপ করতে আসলে তাকে যদি বলা হয়— ‘চেষ্টা কর মানিয়ে চলতে’ তবে সেটা হবে চরম হতাশাদায়ক পরামর্শ। কারণ সব চেষ্টা বিফলে যাওয়ার পরেই তো তিনি আপনার সঙ্গে পরামর্শ করতে এসেছেন।

বিচ্ছেদ বিষয়ে যেসব পরামর্শ এড়িয়ে চলবেন হাফিংটনপোস্ট ডটকম-এর প্রতিবেদন অনুসরণে সেই ‘পরামর্শ’ই দেওয়া হলো!

* ‘মানিয়ে চলার চেষ্টা করো’— এটা হয়তো সবচেয়ে বাজে পরামর্শ। কারণ সব পরিস্থিতি এক হয় না। অথবা তারা হয়তো সেই ‘মানিয়ে চলা’র ধাপটাই পার হয়ে এসেছেন।

* ‘সময় সবকিছু ভুলিয়ে দেয়’— এটা সবচেয়ে হতাশাজনক পরামর্শ। যেন তারা ভালো থাকার জন্য কয়েকদিন আলাদা থাকছে। তারপর বিচ্ছেদের পর জীবন এগিয়ে নেবে। ব্যাপারটা আসলে তা নয়।

* কখনও বলবেন না, ‘তুমি অনেক শক্ত মানুষ। এই সমস্যা পার হয়ে এগিয়ে যাও।’

* ‘সাবেক সঙ্গী আর্থিকভাবে তো সাহায্য করে’— এসব ব্যাপারে এই ধরনের পরামর্শ কোনও কাজে আসে না।

* কোনও কিছু বিচার করার দরকার নেই। অযথা প্রশ্ন করে পরামর্শ নিতে আসা ব্যক্তিকে ক্লান্ত করার প্রয়োজন নেই। বরং চুপ করে তার কথা শুনতে থাকুন। যখন সময় আসবে প্রয়োজনে সঠিক সিদ্ধান্ত তারাই নেবেন।

* ‘যেভাবেই হোক, একসঙ্গে থাকো’— এটা হতে পারে সব চাইতে বাজে পরামর্শগুলোর মধ্যে অন্যতম।

* বিচ্ছেদের পর আরও সুখে থাকবেন— এই কথা বলারও দরকার নেই। কারণ ভবিষ্যতের ব্যাপারে আমরা কোনও কিছুই নিশ্চিতভাবে বলতে পারি না।