স্মৃতিলোপ

পজেটিভ বা নেগেটিভ যাই হোক যাদের রক্তের গ্রুপ ‘এবি’ তাদের স্মৃতিভ্রংশ হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। পরে ‘ডেমেনশিয়া’ বা স্মৃতিশক্তি লোপও পেতে পারে।

আজমল বশির শিহাবআইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Sept 2014, 12:32 PM
Updated : 14 Sept 2014, 08:21 AM

রক্তের গ্রুপের উপর নির্ভর করে রোগের ঝুঁকি পরীক্ষা করার এক গবেষণা থেকে এমন ফলাফল পাওয়া গেছে বলে জানিয়েছেন বার্লিংটনের ইউনিভার্সিটি অফ ভেরমন্ট, কলেজ অফ মেডিসিন বিভাগের মেরি কাশম্যান।

গবেষণায় দেখা গেছে, শতকরা ৮২ ভাগ ক্ষেত্রেই যাদের রক্তের গ্রুপ ‘এবি’ তাদের স্মৃতিশক্তিতে সমস্যা হবার সম্ভাবনা দেখা যায়।

প্রায় সাড়ে তিন বছর ৩০ হাজার মানুষের উপর রক্তের গ্রুপ এবং এর সঙ্গে যুক্ত রোগের সম্ভাবনা নিয়ে জরিপ করা হয়। আর উক্ত গবেষণারই একটি অংশ হিসেবে ‘এবি’ গুপের স্মৃতিশক্তিতে সমস্যা হবার বিষয়টি বেড়িয়ে আসে।

এ বিষয়ে কাশম্যান জানান, ‘এবি’ ব্লাডগ্রুপধারীদের উচ্চমাত্রার ফ্যাক্টর ৮-এ ভোগার সম্ভাবনা অন্যান্য গ্রুপধারীদের চাইতে অপেক্ষাকৃত বেশী।

ফ্যাক্টর এইট এক ধরনের প্রোটিন, যেটির কারণে রক্ত জমাট বেঁধে যেতে পারে। এর ফলে তাদের স্মৃতিশক্তিও লোপ পেতে পারে।

অলঙ্করণ: আজীজী ফাওমি।